ঢাকামুখী বাস চলাচল বন্ধে ভোগান্তিতে যাত্রীরা
পার্শ্ববর্তী জেলাগুলো থেকে ঢাকামুখী বাস চলাচল করছে না। এতে বিপাকে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশের প্রাক্কালে বাসের এই সংকট তৈরি হয়েছে।
শুধু ঢাকামুখী যানবাহনই নয়, রাজধানীর ভেতরেও বিভিন্ন রুটে অন্যান্য দিনের তুলনায় কম সংখ্যক বাস চলাচল করতে দেখা গেছে। এতে গন্তব্যে পৌছাতে অনেক যাত্রীকেই সমস্যায় পড়তে দেখা গেছে। রাজধানীর বিভিন্ন বাস স্টপসহ রাস্তার দুই ধারে বহু মানুষকে যানবাহনের অপেক্ষায় থাকতে দেখা গেছে।
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ সমাবেশ করছে বিএনপি। দুপুর ২টায় শুরু হওয়া সমাবেশে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন।
ঢাকামুখী বাস চলাচল বন্ধ হওয়ার জন্য সরকারকে দায়ী করছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা যেন সমাবেশে যোগ দিতে ঢাকায় আসতে না পারে সে জন্যেই সরকার গণপরিবহন বন্ধ করে দিয়েছে।
Comments