টি-টোয়েন্টিতেও উইকেটে সময় কাটানোর চেষ্টায় মিসবাহ!
পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ উল হক চলতি বছর টেস্ট থেকে অবসর নিয়েছেন। রঙিন পোশাক তুলে রেখেছেন তো আরও আগে। টি-টোয়েন্টি ছেড়েছেন সেই ২০১২ সালে। এখন নিয়মিত খেলার মধ্যে নেই। তবু তিনিই চিটাগাং ভাইকিংসের অধিনায়ক। টি-টোয়েন্টিতে চাহিদা থাকে দ্রুত রান তুলার। তবে বিপিএলে এ পর্যন্ত তিন ম্যাচের কোনটিতেই ১০০ স্ট্রাইক রেট রেখে ব্যাট করতে পারেননি তিনি। খেলার মধ্যে না থাকায় নাকি উইকেটে সময় কাটাতে চাইছেন তিনি।
প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে করেছিলেন ১১ বলে ৬ রান। স্ট্রাইক রেট ৫৪.৫৪। সে ম্যাচে প্রথম ১০ ওভারে ৯১ রান তুলেও ২০ ওভার শেষে ১৪৩ রানে থেমেছিল ভাইকিংসরা। ওই রান সহজেই টপকে যায় ভিক্টোরিয়ান্স। পরের ম্যাচেও একই চিত্র। রঙ্কি ঝড়ে প্রথম ১০ ওভারে ১১২ তুলার পর চারে নামা মিসবাহ শ্লথ ব্যাটিংয়ে ভাইকিংস করে ১৬৬ রান। ৩০ বলে ২৯ রান করে অপরাজিত থেকে যান ৪৪ বছরের মিসবাহ। কপাল ভালো রংপুর কাছে গিয়েও সে রান টপকাতে পারেনি।
ঢাকায় এসেই পালটায়নি মিসবাহর মন্থর ব্যাটিং। এবার খুলনা টাইটান্সের দেয়া ১৭১ রান তাড়ায় পাঁচে নেমে মিসবাহ করেছেন ৩৭ বলে ৩০ রান। স্ট্রাইকরেট ৮১.০৮। টি-টোয়েন্টিতে এমন স্ট্রাইকরেট কি চলে? নিজেই স্বীকার করলেন তা, ‘এটা যথেষ্ট নয় । আমি চেষ্টা করি আরও ভাল করতে। আমি অতো খেলার মধ্যে নেই। তাই উইকেটে গিয়ে সময় কাটানোর চেষ্টা করছি। আশা করছি পরের খেলায় আরও উন্নতি হবে।’
Comments