৪-০-৭-১!

আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান যেন বিস্ময়। সিপিএলে তিন গুগলিতে হ্যাটট্রিক করে এসেছেন। বিপিএলেও চলছে তার ম্যাজিক। এখানে এখনো হ্যাটট্রিক না হলেও তার বোলিং ফিগার দেখার মতো- ৪-০-৭-১!
ইনিংসের সপ্তম ওভারে বল করতে আসেন রশিদ খান। তখন ক্রিজে ছিলেন মুশফিকুর রহিম ও জেমস ফ্রাঙ্কলিন। প্রথম ওভারের ছয় বলের তিনটাই গুগলি। রান দেন মাত্র ২। পরের ওভারে তিনি আরও দুর্ধর্ষ। ওভারজুড়ে মুশফিককে ভুগিয়ে শেষ বলে আউট করেছেন। পরের ওভারের প্রথম বলে আরেক উইকেট। ম্যালকম উলার টের পাননি কিছুই। এগিয়ে না হলে হতেন এলবিডব্লিও। এগিয়ে এসেও হয়েছেনা আউট। প্রথমে স্টাম্পিং দেওয়া হলেও পরে জানানো হয় উলার হয়েছেন রানআউট। ততক্ষণ ধুঁকছে রাজশাহী কিংস।
শেষ ওভারে এসে আর মাত্র ১ রান। চার ওভার খেলেও তার বল থেকে দুই অংকের রান বের করতে পারেননি রাজশাহীর ব্যাটসম্যানররা। খুঁড়িয়ে খুঁড়িয়ে কিংসরা থেমেছে ৭ উইকেটে ১১৫ রানে।
Comments