ভারতের মাঠে ভারতকে হারালো বাংলাদেশ!

ক্রিকেটে ভারতের মাটিতে এখনো ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। তবে সাকিব-তামিমরা না পারলেও পেরেছেন সুমিত-রাসেলরা। ভিন্নভাবে সক্ষমদের ক্রিকেটে ভারতকে ওদের মাঠেই হারিয়েছে বাংলাদেশ।

ক্রিকেটে ভারতের মাটিতে এখনো ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। তবে সাকিব-তামিমরা না পারলেও পেরেছেন সুমিত-রাসেলরা। ভিন্নভাবে সক্ষমদের ক্রিকেটে ভারতকে ওদের মাঠেই হারিয়েছে বাংলাদেশ। 

ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক ভিন্নভাবে সক্ষমদের টি-টুয়েন্টি ক্রিকেট সিরিজের (দ্য মৈত্রী কাপ ২০১৭) ফাইনালে বাংলাদেশের কাছে ৫ রানে হেরেছে ভারত। 

রোববার কলকাতার বিবেকানন্দ স্টেডিয়ামে টসে জিতে ব্যাট হাতে নিয়ে মাঠে নামেন বাংলাদেশের ক্রিকেটাররা। ২০ ওভারে সংগ্রহ করেন ১৮২ রান। জবাবে উত্তেজনায় ঠাসা ম্যাচে ৫ রান বাকি থাকতেই গুটিয়ে যায় ভারতীয়রা। ১০ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের রাসেল হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। তবে ম্যান অব দ্য সিরিজের পুরষ্কার গেছে ভারতের গোলাম উদ্দিনের পকেটে। 

সকালে খেলা শুরুর আগে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করে আয়োজকরা। সেখানে উপস্থিত ছিলেন আয়োজক সংস্থা ছাড়াও কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের প্রেস সচিব মোফাকখারুল ইকবাল সহ আরো অনেকে। 

বাংলাদেশ ভিন্নভাবে সক্ষম ক্রিকেটার অ্যাসোসিয়েশনের ম্যানেজার খন্দকার মইনউদ্দিন আহমেদ জানান, এই জয় বাংলাদেশের মানুষের জয়। আবার একটা যারা প্রতিবন্ধী আছেন তাদেরও জয়। এটা শুধু খেলা নয়। এটা একটা মুভম্যান্টও। প্রতিবন্ধকতা জয় করে দেশের মানুষের জন্য গৌরব ছিনিয়ে আনার যে আনন্দ সেটার চেয়ে বড় কিছু নেই।

বিজয়ী দল বাংলাদেশের অধিনায়ক ফায়জাল খান সুমিত জানিয়েছেন, এই রকম ভাবে আগামীতেও তারা বাংলাদেশের জাতীয় পতাকার সম্মান রক্ষা করবেন। শরীর দিয়ে নয়, মন দিয়ে এগিয়ে যাওয়ার শক্তি নিতে সব প্রতিবন্ধী মানুষকে আহবান জানান তিনি।

Comments