গুগল ডুডল দিনটি উৎসর্গ করলো হুমায়ূন আহমেদকে

হুমায়ূন আহমেদকে

প্রথিতযশা কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭০তম জন্মদিন আজ। দেশ-বিদেশে ছড়িয়ে থাকা বাংলা সাহিত্যানুরাগীরা শ্রদ্ধাভরে স্মরণ করছেন তাঁকে। জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলও সামিল হয়েছে সেই মিছিলে। গুগল ডুডলে আজকের দিনটি উৎসর্গ করা হয়েছে এই প্রয়াত লেখকের সম্মানে।

গুগলে ঢুকতেই দেখা যাচ্ছে একটি ছবি। সবুজে ঘেরা পরিবেশে টেবিলের সামনে বসে নীল জামা গায়ে বই পড়ছেন হুমায়ূন আহমেদ। আর হলুদ পাঞ্জাবিতে তাঁর অনবদ্য সৃষ্টি হিমু হেঁটে যাচ্ছেন পাশ দিয়ে। ছবিটিতে ক্লিক করতেই দেখা যাচ্ছে বাংলা সাহিত্যের নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদ সম্পর্কে নানারকম তথ্য।

বছর জুড়েই বিশ্বের আলোচিত বিষয় ও ব্যক্তিদের সম্মান জানানো হয় সার্চ ইঞ্জিন গুগলের ডুডলে। গতকাল রাত ১২টার পর থেকে গুগলে প্রবেশ করলেই হুমায়ূন আহমেদকে নিয়ে তৈরি ছবিটি দেখা যাচ্ছে।

উল্লেখ্য, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে হুমায়ূন আহমেদ জন্মগ্রহণ করেন ১৯৪৮ সালের ১৩ নভেম্বর। ১৯৭২ সালে ‘নন্দিত নরকে’ বই দিয়ে সাহিত্যে তাঁর যাত্রার সূচনা হয়। পাশাপাশি একজন নাট্যকার, গীতিকার, চলচ্চিত্রকার হিসেবেও সমাদৃত তিনি। ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই হুমায়ূন আহমেদ নিউইয়র্কের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

Comments

The Daily Star  | English

Yunus promises election on time

Chief Adviser Prof Muhammad Yunus yesterday reaffirmed his commitment to holding the 13th national election in the first half of February next year.

7h ago