পুরুষ-রূপী সানি লিওন!

কত রূপেই তো দর্শকদের সামনে এসেছেন সানি লিয়ন – পর্নো তারকা থেকে বলিউডের নায়িকা। তবে এবার পুরুষ রূপে আসছেন এই আলোচিত অভিনেত্রী।
Man Sunny Leon
আসছে রোমান্টিক চলচ্চিত্র ‘তেরা ইন্তেজার’-এ পুরুষ-রূপী সানি লিওন। ছবি: সানি লিওনের টুইটার থেকে নেওয়া

কত রূপেই তো দর্শকদের সামনে এসেছেন সানি লিওন – পর্নো তারকা থেকে বলিউডের নায়িকা। তবে এবার পুরুষ রূপে আসছেন এই আলোচিত অভিনেত্রী।

২০১২ সালে ‘জিসম টু’-এর মাধ্যমে বলিউডে অভিনয় ক্যারিয়ার শুরু করার পর থেকে বিভিন্ন কারণে খবরের শিরোনামে থেকেছেন সানি। পুরুষের সাজ নিয়ে এবার তিনি খবর হয়েছেন ভারতীয় গণমাধ্যমে।

গত ১২ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে কয়েকটি ছবি শেয়ার করে সানি জানান, আসছে মিউজিক্যাল রোমান্টিক চলচ্চিত্র ‘তেরা ইন্তেজার’-এর ‘বার্বি গার্ল’ গানটিতে তাঁকে দেখা যাবে পুরুষের রূপে।

ছবিগুলোতে সানিকে দেখা যায় ছোট চুল, গোঁফ ও দাঁড়ি সমেত। ছবির ক্যাপশনে তিনি লিখেন, তাঁকে দেখতে ঠিক তাঁর বাবা ও ভাইয়ের মতো লাগছে।

সানি লিখেছেন, “এটি আমি। একজন পুরুষের রূপে। ওরা আমাকে এভাবেই সাজিয়ে দিয়েছে। অদ্ভুত ব্যাপার, আমাকে দেখতে ঠিক যেন আমার ভাই এবং বাবার মতো লাগছে।”

তিনি আরো লিখেছেন, “‘তেরা ইন্তেজার’-এর ‘বার্বি গার্ল’ গানের জন্যে আমাকে এমন করে সাজিয়ে দেওয়া হয়েছে।”

Comments