পদ ছাড়লেন সোস্যাল ইসলামী ব্যাংকের সাত পরিচালক
বেসরকারিভাবে পরিচালিত সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) সাত পরিচালক ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন।
পদত্যাগকারীদের মধ্যে চারজন স্বতন্ত্র এবং তিনজন ব্যাংকটির শেয়ারধারী ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম জানা যায়নি।
এদিকে, ব্যাংকের পরিচালক হিসেবে নয়জনকে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে সাতজন স্বতন্ত্র এবং দুজন শেয়ারধারী।
ব্যাংক সূত্র জানায়, গতকাল (১৩ নভেম্বর) ব্যাংকের এক বোর্ড মিটিংয়ের প্রেক্ষিতে এমন পরিবর্তন আসে।
এর আগে গত ৩০ অক্টোবর এসআইবিএল-এর বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল হক, নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আনিসুল হক এবং ব্যবস্থাপনা পরিচালক শহীদ হোসেন তাঁদের নিজ নিজ পদ থেকে পদত্যাগ করেন।
একই দিনে চট্টগ্রাম-ভিত্তিক ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলম গ্রুপ ব্যাংকটির ৫০ শতাংশের বেশি শেয়ার কিনে নেওয়ায় ব্যাংকটি নতুন করে বোর্ড চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকের নাম ঘোষণা করে।
Comments