হাথুরু আসবেন কিনা 'চিন্তায়' আছেন ইমরুল
সংবাদ সম্মেলন তখন প্রায় শেষ। সবাই উঠতে যাচ্ছিলেন এমন সময় কোচ চন্ডিকা হাথুরুসিংহের পদত্যাগ নিয়ে প্রশ্ন আসল ইমরুল কায়েসের কাছে। সিনিয়র ক্রিকেটার হিসেবে জানতে চাওয়া হলো তার প্রতিক্রিয়া। ইমরুল সেসবের ধার দিয়েই গেলেন না। মজা করে কথা ঘুরিয়ে নিলেন অন্যদিকে। কোচকে অস্ট্রেলিয়া থেকে কি যেন আনতে দিয়েছিলেন। সেটা আসে কিনা এই নিয়েই নাকি 'চিন্তায়' আছেন।
কোচের পদত্যাগ নিয়ে মাশরাফি, মুশফিক, সাকিব, মুমিনুলের কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছে। কেউ কেউ এড়িয়ে গেছেন। কেউ দিয়েছেন কৌশলী জবাব। তবে বেশিরভাগই ছিলেন সিরিয়াস। ইমরুল হেসেই পাশ কাটালেন বাউন্সার, 'আমি তো কোচকে একটা জিনিস আনার অর্ডার দিছিলাম ওখান থেকে। আমি এজন্য হতাশ যে আমার জিনিসটা আসবে কিনা। একটা ক্রিকেটের জিনিস আনার জন্য দিছিলাম। এখন যদি উনি না আসে তাহলে আমার জিনিসটা মিস হয়ে যাবে। (হাসি) আমি উনাকে মেসেজ দেব, কি হয় দেখি।'
মঙ্গলবার চিটাগাং ভাইকিংসকে হারানোর ম্যাচে ৪৫ রান করে ম্যাচ সেরা হয়েছেন ইমরুল। দলকে জিতিয়েই মাঠ ছাড়ার সুযোগ ছিলো, সুযোগ ছিল ফিফটিরও। সব হাতছাড়া করেছেন ৪৫ রানে ক্যাচ তুলে দিয়ে। জানালেন দলের প্রয়োজনের অমন শট, 'পেশিতে টান পড়ায় আমি সিঙ্গেলস নিতেও পারছিলাম না। ধীরে ধীরে খেলে এক এক করে নিলে হয়ত ফিফটি হয়ে যেত কিন্তু এতে দলের ভালো হত না। তাই অমন শট খেলতে হয়েছে। সামনে আরও খেলা আছে, তখন দেখা যাবে।'
মাঝারি ইনিংস খেলার পথেই উরুর পেশিতে টান পড়েছে। কিছুটা উদ্বেগ নিয়েই জানালেন, 'কাল স্ক্যান করব, দেখা যাক কি হয়। তার আগে কিছু বলা যাচ্ছে না।'
Comments