নাইজেরিয়ায় নাজেহাল আর্জেন্টিনা, ব্রাজিল-ইংল্যান্ড ড্র
রাশিয়া বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতিপর্বে শুরুটা ভালো হলো না ব্রাজিল-আর্জেন্টিনার। প্রীতি ম্যাচে নাইজেরিয়ার কাছে ৪-২ গোলে হেরেছে মেসিবিহীন আর্জেন্টিনা। ওদিকে ইংল্যান্ডের সঙ্গে গোলশূন্য নিষ্প্রাণ ড্র করেছে ব্রাজিল।
রাশিয়ার ক্রসনধারে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় শুরুতে দুই গোল দিয়ে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। এভার বানেগা ও সার্জিও আগুয়েরোর গোলে এগিয়ে যাওয়ার পর ঘুরে দাঁড়ায় আফ্রিকান জায়ান্ট নাইজেরিয়া। বিরতির আগেই কেলেচি ইহেনাচো এক গোল শোধ দেন।
বিরতি থেকে ফিরে জোড়া গোল করেন আলেক্সিও আইওবি। পরে আরেক গোল করে বসেন ব্রায়ান আইডুয়োর। তাতে আর্জেন্টিনার জালে ঢুকে যায় এক হালি গোল।
অন্যদিকে লন্ডনের ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছিল ব্রাজিল। নিষ্পান ম্যাচে কোনদলই গোল করতে পারেনি।
Comments