আনন্দধারা

মহিলা সমিতিতে অবয়ব নাট্যদলের ‘ফেরিওয়ালা’

অবয়ব নাট্যদলের ২৩তম প্রযোজনা ‘ফেরিওয়ালা’ বেইলি রোডে মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চস্থ হবে আগামী ১৯ নভেম্বর সন্ধ্যা ৭টায়।
Pheriwala
‘ফেরিওয়ালা’ নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

অবয়ব নাট্যদলের ২৩তম প্রযোজনা ‘ফেরিওয়ালা’ বেইলি রোডে মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চস্থ হবে আগামী ১৯ নভেম্বর সন্ধ্যা ৭টায়।

আসাদুজ্জামান দুলাল রচিত এবং শহিদুল হক খান শ্যানন নির্দেশিত নাটকটিতে অভিনয় করবেন কাজী দেলোয়ার হেমন্ত, ফ্রাংকোলিন সরকার, সায়েমুল ইসলাম হামিদ, মেহেদি হাসান তুষার, তানজিবা আক্তার শোভা, আবু সাঈদ, আব্দুল হান্নান, এম ডি হাবিব, নাজমুল ইসলাম, আংকন, অপূর্ব দাস প্রমুখ।

নাটকটির আবহ সংগীতে রয়েছেন আলমগীর, আবু হাসান, জীবন, নাদিম আহামেদ, আনোয়ার হোসেন, সাদ ও লিপি।

নাটকটিতে দরিদ্র চাঁড়াল সম্প্রদায়ের মানুষের জীবন সংগ্রাম ও তাঁদের আত্মমর্যাদাবোধের গল্প বলা হয়েছে।

Comments

The Daily Star  | English

Quake triggers panic, no damage reported

The magnitude 5.6 quake that struck the country in the morning triggered widespread panic, but there was no report of major casualties or damages

58m ago