বৃষ্টিতে সিলেট-খুলনার পয়েন্ট ভাগাভাগি
বুধবার দুপুর থেকেই গুড়িগুড়ি বৃষ্টি। এই থামবে, এই থামবে করেও যা থামার কোন লক্ষণ মিলল না। বেলা একটায় শুরু হওয়ার কথা থাকলেও বিকেল সাড়ে তিনটা পর্যন্ত অপেক্ষা করে সিলেট সিক্সার্স ও খুলনা টাইটান্সের মধ্যকার ম্যাচ পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে।
ম্যাচ পরিত্যাক্ত হওয়া নিয়ম অনুযায়ী এক পয়েন্ট করে ভাগাভাগি করেছে দুদল। এই এক পয়েন্টে ছয় ম্যাচ থেকে সাত পয়েন্টে নিয়ে ফের শীর্ষে উঠে গেছে সিলেট সিক্সার্স। ৫ খেলায় ৫ পয়েন্ট নিয়ে খুলনা টাইটান্স আছে টেবিলের চার নম্বর।
সন্ধ্যায় দিনের অপর ম্যাচে মাঠে নামবে ঢাকা ডায়নামাইটস ও চিটাগাং ভাইকিংস। তবে আবহাওয়ার পূর্বাভাসে সে ম্যাচ নিয়েও আছে শঙ্কা।
Comments