দুটির বেশি বিদেশি লিগ নয়: সমস্যা দেখছেন না মাশরাফি

ছবি: রফিউল ইসলাম

বিসিবির নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর দুটির বেশি বিদেশি লিগে খেলতে পারবেন না ক্রিকেটাররা। জাতীয় দলের ব্যস্ত সফরের মধ্যে ক্রিকেটারদের পর্যাপ্ত বিশ্রামে রাখতে এই সিদ্ধান্তে কোন সমস্যা দেখছেন না বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি মর্তুজা।

টি-টোয়েন্টির রমরমা যুগে বিশ্বজুড়ে ফ্রেঞ্চাইজি লিগে ডাক পড়ে ক্রিকেটারদের। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি সাকিব আল হাসানকে নিয়েই পড়ে কাড়াকাড়ি। বিভিন্ন ফ্রেঞ্চাইজি লিগে ডাক পড়ে তামিম ইকবাল, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমদেরও। সম্প্রতি টি-১০ লিগে ডাক পড়েছে সাকিব, তামিম, মোস্তাফিজের। রয়েছে পিএসএল, সিপিএল। সাকিব আর মোস্তাফিজ তো আইপিএলেও চাহিদার উপরে।

তবে এখন থেকে এসব লিগের মধ্যে যেকোন দুটি বাছাই করতে হবে ক্রিকেটারদের। এমন সিদ্ধান্ত ক্রিকেটারদের কেউ কেউ নাখোশ হলেও মাশরাফি দেখছেন ইতিবাচক হিসেবে, ‘বাংলাদেশ দলে যারা খেলছে বা যারা ভবিষ্যতে খেলবে, তাদের স্বপ্ন অবশ্যই বাংলাদেশের হয়ে খেলা। আমার কাছে মনে হয় না এটা বিরাট কোনো ইস্যু। বাংলাদেশের কজনই বা দেশের বাইরে খেলে? হয়তো সাকিব খেলে। সে আইপিএল খেলে, মোস্তাফিজও আইপিএল খেলে। আইপিএল ছাড়া অন্য লিগগুলোয় হয়তো সাকিব নিয়মিত খেলে। জানি না কী সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত যদি হয়েও থাকে, এটা মনে হয় না বড় কোনো সমস্যা। সবাই চায় বাংলাদেশের হয়ে খেলতে, দেশের প্রতিনিধিত্ব করতে। এখানে সমস্যা হওয়ার কথা নয়।’

তবে যেকোন সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের পথে আছে বলেও জানান টাইগার কাপ্তান। বুধবার মাদক বিরোধী এক অনুষ্ঠানে যোগ দিয়ে কোচ চন্ডিকা হাথুরুসিংহের পদত্যাগ নিয়ে মাশরাফি  শুনিয়েছেন পুরনো কথাই, ‘আমি আগেও বলেছি আমি এখনো নিশ্চিত না যে কোচ থাকবেন কি চলে যাবেন।’  

Comments

The Daily Star  | English

NCC ex-mayor Selina Hayat Ivy arrested

She was arrested around 5:45am today following a night-long raid at her Deobhog residence

52m ago