খেলা

ঢাকার এক পয়েন্ট কেড়ে নিল বৃষ্টি

অগ্রাহায়ন মাসের প্রথম দিন পুরোটাই বৃষ্টির কবলে। সেই দুপুর থেকেই গুড়ি গুড়ি বৃষ্টিতে দিনের প্রথম ম্যাচ ভেসে গিয়েছিল। বৃষ্টির দাপট বাড়েনি পরে কিন্তু কমেওনি। এই অবস্থায় টস করারও উপায় নেই। তাই ভেস্তে গেল ঢাকা ডায়নামাইটস ও চিটাগাং ভাইকিংসের ম্যাচও। টানা তিন ম্যাচ জেতার পর এবার তাই এক পয়েন্ট খুয়ালো শক্তির বিচারে এগিয়ে থাকা ঢাকা ডায়নামাইটস।
বিপিএল ক্রিকেট ২০১৭ ঢাকা ডায়নামাইটস
খেলা নেই। আড্ডাতেই সময় কাটল ক্রিকেটারদের। ছবি: ফিরোজ আহমেদ

অগ্রাহায়ন মাসের প্রথম দিন পুরোটাই বৃষ্টির কবলে।  সেই দুপুর থেকেই গুড়ি গুড়ি বৃষ্টিতে দিনের প্রথম ম্যাচ ভেসে গিয়েছিল। বৃষ্টির দাপট বাড়েনি পরে কিন্তু কমেওনি। এই অবস্থায়  টস করারও উপায় নেই। তাই ভেস্তে গেল ঢাকা ডায়নামাইটস ও চিটাগাং ভাইকিংসের ম্যাচও। টানা তিন ম্যাচ জেতার পর এবার তাই এক পয়েন্ট খুয়ালো শক্তির বিচারে এগিয়ে থাকা ঢাকা ডায়নামাইটস।

আবহাওয়া উন্নতির কোন সম্ভবনা না থাকায় সন্ধ্যা ৭টায় ম্যাচ রেফারি শওকতুর রহমান খেলা পরিত্যাক্ত ঘোষণা করেন।  

পয়েন্ট খুয়ালেও টেবিলের শীর্ষস্থানেই আছে সাকিবরা। আগের ম্যাচে খুলনা-সিলেট পয়েন্ট ভাগাভাগি করে কয়েকঘন্টার জন্যই কেবল এক নম্বরে উঠেছিল সিলেট সিক্সার্স। পাঁচ ম্যাচে সমান সাত পয়েন্ট ঢাকারও। তবে রেনরেটে এগিয়ে থাকায় ফের এক নম্বরে উঠল তারা।

টুর্নামেন্টে ধুঁকতে থাকা চিটাগাং ভাইকিংসের জন্য অবশ্য পোয়াবারো। আগের চার ম্যাচের মাত্র একটিতে জিততে পেরেছিল তারা। পঞ্চম ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় তাদের ঝুলিতে যোগ হলো এক পয়েন্ট। ফলে পাঁচ ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে ভাইকিংসরা।

বৃহস্পতিবার বিপিএলের কোন খেলা নেই। শুক্রবার প্রথম ম্যাচে খেলবে রাজশাহী কিংস ও সিলেট সিক্সার্স। সন্ধ্যায় পরের ম্যাচ হবে খুলনা টাইটান্স ও চিটাগাং ভাইকিংসের মধ্যে। 

Comments

The Daily Star  | English
VIP movements are Dhaka’s undiagnosed illness

VIP movements are Dhaka’s undiagnosed illness

If the capital's traffic condition makes you angry, you're normal

8h ago