ঢাকায় চালু হল রোবট রেস্টুরেন্ট

Robot Restaurant in Dhaka
ঢাকার আসাদ গেট এলাকায় নতুন চালু হওয়া এই রেস্টুরেন্টে খাবার পরিবেশন করছে রোবট। ছবি: রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সৌজন্যে

বাংলাদেশের প্রথমবারের মত যাত্রা শুরু হল রোবট রেস্টুরেন্টের। ঢাকার আসাদ গেট এলাকায় গতকাল চালু হওয়া এই রেস্টুরেন্টে মেনু দেখে ফরমায়েশ দিলেই হাতে খাবারের ট্রে নিয়ে হাজির হবে অবিকল মানুষের মত দেখতে রোবট।

মিরপুর রোডের ফ্যামিলি ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে এই রেস্টুরেন্টে রোবট সরবরাহ করেছে চীনের রোবট নির্মাতা প্রতিষ্ঠান এইচজেডএক্স ইলেক্ট্রনিক টেকনোলজি কোম্পানি। তাদের সাথে যৌথভাবে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে গতকাল এর যাত্রা শুরু করেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব শ্রেণির মানুষের জন্য এই রোবোটিক সার্ভিস চালু করা হয়েছে। তারা জানায়, বাংলাদেশে এটাই এ ধরনের প্রথম রেস্টুরেন্ট। অর্ডার দেওয়ার পর খাবার পৌঁছানোর কাজটি এখানে মানুষের বদলে করবে রোবট।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English
trump zelenskiy meeting in washington

Trump tells Ukraine to give up on NATO and Crimea ahead of Zelensky meeting

Trump will meet first Zelensky and then the leaders of Britain, Germany, France, Italy, Finland, the European Union and NATO, the White House says

2h ago