গুড়ি গুড়ি বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত
মুখ ভার করে রেখেছে আকাশ। বছরের এই সময়টায় নীল আকাশে সাদা মেঘের ভেলা ভেসে বেড়ানোর কথা থাকলেও রাজধানীসহ প্রায় সারাদেশেই চলছে গুড়ি গুড়ি বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এই অবস্থা শনিবার পর্যন্ত চলবে। তার পর দেখা মিলবে মেঘমুক্ত আকাশ আর সোনালি রোদ।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপের কারণে আকাশ মেঘলা রয়েছে। লঘুচাপটি ঘনীভূত হয়ে এখন নিম্নচাপে পরিণত হয়েছে। এটি উত্তর দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি বজ্র বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ মো. আব্দুল মান্নান দ্য ডেইলি স্টারকে বলেন, আজ ও আগামীকাল আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সাথে গুড়ি গুড়ি বৃষ্টিও চলবে। আশা করছি শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। তবে ভারি বৃষ্টির সম্ভাবনা নেই বলেই আবহাওয়া অফিসের পূর্বাভাস।
চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
Comments