'গেইলকে স্ট্রাইক দেব আর শুধু দেখব ছক্কা মারতে'
ব্র্যান্ডন ম্যাককালাম আর ক্রিস গেইল। টি-টোয়েন্টি ফরম্যাটে শীর্ষ দুই ব্যাটসম্যান। দুজনকেই দলে নিয়েছে রংপুর রাইডার্স। পরের ম্যাচ থেকেই দুই বিধ্বংসী ব্যাটসম্যান রংপুরের হয়ে ওপেন করতে নামবেন। দুই নাম শুনেই প্রতিপক্ষ বোলারদের কাঁপুনি ধরার কথা। ম্যাককালাম অবশ্য নিজের চেয়ে গেইলকেই এগিয়ে রাখলেন।
মঙ্গলবার ঢাকায় এসে বুধবার থেকেই রংপুরের অনুশীলনে কিউই তারকা। ক্রিস গেইলও বৃহস্পতিবার সকালে ঢাকায় এসে বিশ্রাম নিচ্ছেন। অনুশীলনে তাই বিস্ফোরক জুটির একজন। গেইলের সঙ্গে জুটি নিয়ে বললেন, 'মাঠের বাইরে আমাদের জমে দারুণ। কলকাতা নাইট রাইডার্সের হয়ে একসঙ্গে খেলেছি দুজন, এখান থেকে কলকাতা খুব দূরে নয়। আবার ওর সঙ্গে জুটি বাধার সুযোগ দারুণ ব্যাপার। টি-টোয়েন্টিতে ক্রিস বিশ্বের সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যানদের একজন। ওর সঙ্গে ব্যাটিং উদ্বোধন করা হবে দারুণ কিছু। হয়ত আমি ওকে স্ট্রাইক দেব আর শুধু দেখব ছক্কা মারতে!'
এর আগে কখনো বিপিএলে খেলেননি নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক। বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি আসরে এবার নেমে মাত করতে চান তিনি, ' খুব ভালো লাগছে। বিপিএল তো অনেক দিন ধরেই চলছে। আমার প্রথমবার। আন্তর্জাতিক ক্রিকেটারদের অনেকের কাছ থেকেই অনেক ভালো ভালো কথা শুনেছি বিপিএল নিয়ে। রংপুর রাইডার্সের হয়ে নিজের সেরাটা দিতে আমি মুখিয়ে আছি।'
Comments