নিপীড়িত রোহিঙ্গা নারীদের সঙ্গে কথা বলতে বাংলাদেশে আসছেন অ্যাঞ্জেলিনা জোলি
মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতিত হয়ে প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা নারীদের সঙ্গে কথা বলতে বাংলাদেশে আসছেন হলিউডের প্রখ্যাত অভিনেত্রী ও জাতিসংঘের বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি।
গত ১৫ নভেম্বর কানাডার ভ্যানকুভারে বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে ‘সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অ্যান্ড অ্যাবিউজ’ শীর্ষক বৈঠকে তিনি বাংলাদেশে স্থাপিত রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের পরিকল্পনার কথা জানান।
এ সময় তিনি মিয়ানমারে সহিংসতার শিকার জাতিগত সংখ্যালঘু রোহিঙ্গা নারী ও শিশুদের দুর্দশা নিয়ে আলোচনা করেন।
তবে তাঁর পরিদর্শনের তারিখ উল্লেখ করা হয়নি।
বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বৈঠকে জোলি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি মিয়ানমারে যৌন হয়রানির শিকার রোহিঙ্গা নারীদের প্রতি তাঁর সহমর্মিতা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ২৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত মিয়ানমারের সেনাবাহিনীর হাতে নির্যাতিত হয়ে ছয় লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
আরো পড়ুন: যৌন নিপীড়নের শিকার রোহিঙ্গা নারীদের পাশে অ্যাঞ্জেলিনা জোলি
Comments