রংপুরে হিন্দু পরিবারের ওপর হামলার ঘটনায় ২ ইউপি সদস্য আটক
রংপুরের হরকলি ঠাকুর পাড়া গ্রামে হিন্দু পরিবারের লোকদের ওপর হামলা ও তাদের বাড়িতে অগ্নি সংযোগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে আটক করেছে পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাবুল মিয়া দ্য ডেইলি স্টারকে আজ (১৭ নভেম্বর) বলেন, গতরাতে সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ফজলু এবং জয়নাল নামের দুজনকে আটক করা হয়েছে।
ঘটনার পর থেকে এই দুই ব্যক্তি পলাতক ছিলেন বলে উল্লেখ করে তিনি আরো জানান, এ নিয়ে মোট ৭০ জনকে আটক করা হলো।
গত ১০ নভেম্বর একটি কথিত ফেসবুক পোস্টকে কেন্দ্র করে গঙ্গাচরা উপজেলার হরকলি ঠাকুর পাড়ায় সৃষ্ট তাণ্ডব থামাতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুঁড়লে একজনের মৃত্যু হয় এবং এতে আরো ২০ জন আহত হন।
এ ঘটনায় পুলিশ ২,০০০ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করে। মামলায় ২৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।
Comments