দেশিদের সুযোগ দিতে আসছে আরেকটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট

বিপিএলের প্রতি দলে পাঁচ বিদেশি। দেশের অনেকেরই মিলছে না নিয়মিত সুযোগ। তাদের কথা মাথায় রেখে আরেকটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিসিবি। পরের বছর বিপিএলের ঠিক আগেই আয়োজিত হতে পারে টুর্নামেন্টটি।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানান, ‘আরেকটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট করার কথা আমরা ভেবেছি যেটা কেবল ঘরোয়া ক্রিকেটারদের নিয়ে হবে। এটা চার থেকে পাঁচটা দলের মধ্যে সীমাবদ্ধ থাকবে। কোন ফ্রেঞ্চাইজি ভিত্তিকও হবে না। নর্থ, সাউথ এরকম ভাগ করে দেওয়া হবে। অনেকটা বিসিএলের মতো। ’
জাতীয় দলের বাইরে থাকা দেশি ক্রিকেটাররা যাতে বিশ্বমানের ক্রিকেটারদের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে, এমন চিন্তা থেকেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান ইসমাইল হায়দার।
তবে টুর্নামেন্টটি কবে , কখন আয়োজিত হবে তা এখনো চূড়ান্ত হয়নি, ‘এখনো এটা নিয়ে আমাদের প্রাথমিক আলোচনা হয়েছে। আমরা চেষ্টা করব বিপিএল হওয়ার আগে এটা করতে। সেইসাথে জাতীয় দলের ফ্রি সময়ের কথাও মাথায় রাখতে হবে।’
আরেকটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট করলেও ঘরোয়া অন্য ফরম্যাটের তেমন ক্ষতি হবে না বলে মত বিপিএল গভর্নিং কাউন্সিলের, ‘ আসলে টুর্নামেন্টটি হবে খুব ছোট আকারে। ৫/৭ দিনের মধ্যেই শেষ হবে।’
Comments