মানুষকে বিনোদন দেওয়াই তো আমার কাজ: গেইল

বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলতে ঢাকায় এসেছেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব। প্রথম ম্যাচে মাঠে নামার আগের দিন অনুশীলন করেছেন মাশরাফিদের সঙ্গে। জানিয়েছেন এবারও এসেছেন মানুষকে বিনোদন দিতে।
Cris Gyle-রংপুর রাইডার্সের অনুশীলনে অধিনায়ক মাশরাফির সঙ্গে গেইল
রংপুর রাইডার্সের অনুশীলনে অধিনায়ক মাশরাফির সঙ্গে গেইল। ছবি: ফিরোজ আহমেদ

টি-টোয়েন্টিতে ক্রিস গেইল মানেই বিশাল বিশাল ছক্কা। ভরপুর রান উৎসব। খ্যাপাটে ব্যাটিংয়ের জন্য বিশ্বজোড়া গেইলের খ্যাতিও ব্যাপক। বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলতে ঢাকায় এসেছেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব। প্রথম ম্যাচে মাঠে নামার আগের দিন অনুশীলন করেছেন মাশরাফিদের সঙ্গে। জানিয়েছেন এবারও এসেছেন মানুষকে বিনোদন দিতে। 

আগের দিন ব্র্যান্ডন ম্যাককালাম এসে বলে গেছেন তিনি ওপেনে নেমে গেইলকে স্ট্রাইক দিবেন ছক্কা দেখতে। গেইলও বুঝেন সময়ের দাবি,   ‘ম্যাককালাম আর আমার কাছ থেকে সবাই মার মার কাট কাট কিছু দেখতে চাই। এই ব্যাপারটা আমরা জানি, মানুষ যে গলা ফাটাবে সেটাও জানি। দারুণ একটা শুরু পেলে ভালোই হবে, মানুষজন তখন আরও বেশি রোমাঞ্চিত হবে। আর মানুষকে বিনোদন দেওয়াই তো আমার কাজ। ওরা মাঠে টাকা খরচ করে আসে বিনোদন নিতে।'

এবার বিপিএলে কয়টা ছক্কা পেটাবেন গেইল? এমন প্রশ্নে অবশ্য ডিফেন্সিভ ব্যাট করলেন,  ‘আমি আসলে কোনো টুর্নামেন্টের আগে ছয় কয়টা হবে তা ঠিক করে মাঠে নামি না। আশা করি কাল একটা ভালো শুরু হবে, ছন্দটা আমি ফিরে পাব।’

রংপুর দলে আছেন বড় বড় তারকারা। তবে গেইল-ম্যাককালাম আসায় সবাই যেন ম্লান। বাকিদের কথা ফের মনে করিয়ে দিলেন গেইল নিজেই, ‘আমাদের দলে আমি বা ম্যাককালাম ছাড়াও আরও খেলোয়াড় আছে। মুর্তজার নেতৃত্বে দলটা বেশ অভিজ্ঞ, বেশ কিছু ভালো বোলার আছে। বোপারার মতো খেলোয়াড়ও আছে। আমরা দুজন ছাড়াও এখানে আরও বেশ কিছু ম্যাচ উইনার আছে। সবকিছু শুধু আমাদের দুজনের ওপর নির্ভর করবে না। ’

Comments