সিলেটের তরুণদের সাহায্য করতে এসেছেন ওয়াকার

বিপিএলে সিলেট সিক্সার্সের মেন্টর হয়ে এসেছেন পাকিস্তানি সাবেক তারকা ওয়াকার ইউনুস। টুর্নামেন্ট শুরুর আগেও অবশ্য প্রতিভা অন্বেষণ কর্মসূচিতে সিলেট ঘুরে এসেছেন তিনি। এবার আর ঝটিকা সফর নয়। সিক্সার্স ক্রিকেটারদের মেন্টর হয়েছেন তিনি।
ছবি: এএফপি

বিপিএলে সিলেট সিক্সার্সের মেন্টর হয়ে এসেছেন পাকিস্তানি সাবেক তারকা ওয়াকার ইউনুস। টুর্নামেন্ট শুরুর আগেও অবশ্য প্রতিভা অন্বেষণ কর্মসূচিতে সিলেট ঘুরে এসেছেন তিনি। এবার আর ঝটিকা সফর নয়। সিক্সার্স ক্রিকেটারদের মেন্টর হয়েছেন তিনি। 

ফ্রেঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে প্রতিদলেই কোচের বাইরেও থাকেন মেন্টর। সেই মেন্টরদের আবার অনেকেই আন্তর্জাতিক ক্রিকেটের প্রাক্তন কোন বড় নাম। তো সেই মেন্টরদের কাজ আসলে কি। কি শেখাতে চান তারা। কতটুকুই বা সময় মেলে। পাকিস্তানি লিজেন্ড পেসার ওয়াকার ইউনুস বললেন, 'মূলত তরুণদের সাহায্য করতেই এখানে এসেছি। উদীয়মান অনেক তরুণ আছে, তাদের শেখার দরকার আছে। আমাকে ওই কারণেই আনা হয়েছে। সেইসাথে টিম ম্যানেজমেন্টকেও সাহায্য করব।'

সিলেটের হয়ে আগেও বিপিএলে দল থাকলেও সিলেট সিক্সার্সের যাত্রা এবারই প্রথম। নতুন দলকে তাই তিনি দিতে চান নতুন প্রেরণা, 'সিলেটের এই দলের এটিই প্রথম টুর্নামেন্ট। ওদের সাহায্য দরকার। কোনভাবে আমি যদি কাজে আসি সবারই লাভ।'

ওয়াকার মানেই পেস বোলারদের শিক্ষক নন। তিনি নাকি কাজে আসবেন ব্যাটসম্যানদেরও, ' আমি পেস বোলারের পাশাপাশি ব্যাটসম্যানদেরও সাহায্য করব। এই কাজ অনেক বছর থেকেই করে যাচ্ছি। এই ধরনের লিগে কিভাবে কাজ করতে হয় আমি ভাল করে জানি।'

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

5m ago