ব্রোকারেজ হাউজের চেয়ারম্যান দুদকের হাতে গ্রেফতার
অবৈধভাবে সাড়ে আট কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে ব্রোকারেজ অ্যালায়েন্স সিকিউরিটিজ এন্ড ম্যানেজমেন্টের চেয়ারম্যান পঙ্কজ রায়কে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন। অজ্ঞাত উৎস থেকে সম্পদের মালিক হওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে।
আজ সকালে দুদকের একটি দল পঙ্কজ রায়কে তার ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করে। দুর্নীতিবিরোধী সংস্থাটির উপসহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস দ্য ডেইলি স্টারকে গ্রেফতারের খবরটি নিশ্চিত করেছেন।
গতকাল সন্ধ্যায় রমনা থানায় পঙ্কজ রায়ের বিরুদ্ধে মামলা হয় বলে ওই দুদক কর্মকর্তা যোগ করেন।
Comments