মান্নাকে উৎসর্গ করে ‘অন্তর জ্বালা’-র পোস্টার উন্মোচন
প্রয়াত নায়ক মান্নাকে উৎসর্গ করে ‘অন্তরজ্বালা’ ছবিটির পোস্টার উন্মোচন করা হয়েছে। কাকরাইলে মান্নার চলচ্চিত্র প্রযোজনা সংস্থা কৃতাঞ্জলি অফিসে এক অনুষ্ঠানে ছবিটির পোস্টার উন্মোচন করেছেন মান্নার সহধর্মিণী শেলী মান্না।
পোস্টার উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা ফারুক, মিশা সওদাগর, পরীমণি, ‘অন্তরজ্বালা’-র নির্মাতা মালেক আফসারীসহ অনেকেই।
পরিচালক মালেক আফসারী দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এই ছবিতে একটি ব্যতিক্রমধর্মী গল্পের মাধ্যমে প্রয়াত জনপ্রিয় নায়ক মান্নার স্মৃতিকে তুলে ধরা হয়েছে।”
জায়েদ খান প্রযোজিত ও অভিনীত এই ছবিটিতে নায়িকা হিসেবে রয়েছেন পরীমণি।
ছবিটি আগামী ১৫ ডিসেম্বর মুক্তি পাবে।
Comments