ঢাকা মেডিকেল থেকে ‘শিশু চুরি’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিন মাস বয়সী একটি শিশু চুরি হওয়ার অভিযোগ উঠেছে।
চুরি যাওয়া শিশু ‘জিম’ এর বাবা জুয়েল মিয়ার অভিযোগ গত মধ্যরাতে হাসপাতাল থেকে তার তিন বছরের বাচ্চা নিখোঁজ হয়েছে। জুয়েল মিয়ার বাড়ি ময়মনসিংহে। তিনি পেশায় একজন রিকশা চালক।
জুয়েলের ভাইপো রাফসান ফারাজি সাংবাদিকদের বলেন, অসুস্থতার কারণে গত ৩১ অক্টোবর জুয়েলকে হাসপাতালে ভর্তি করা হয়। তার স্ত্রী সুমাইয়া আক্তার হাসপাতালে তার দেখাশোনা করছিলেন।
গত রাতে হাসপাতালের নতুন ভবনে ৭০১ নম্বর ওয়ার্ডে জুয়েলের পাশের খালি বিছানায় সুমাইয়া তার তিন মাসের বাচ্চাকে নিয়ে ঘুমান। রাত সাড়ে ১২টার দিকে জুয়েল ঘুম থেকে উঠে দেখেন তার বাচ্চা নেই। পুরো হাসপাতাল খুঁজেও তারা জিমের হদিস পাননি। এর পর তারা ঘটনাটি পুলিশকে জানায়।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আজ সকালে দ্য ডেইলি স্টারকে বলেন, শিশুটিকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। শাহবাগ থানায় ঘটনাটি জানানো হয়েছে।
ঢাকা মেডিকেল থেকে নবজাতক চুরির ঘটনা এটাই প্রথম নয়। সেখানে আগেও হাতেনাতে এমন চোর ধরা পরেছে।
Comments