মেজাজ হারানোয় এবার শাস্তি পেলেন সাকিব
মাঠে আম্পায়ারের সিদ্ধান্ত মেনে না নিয়ে এর আগে শাস্তি পেয়েছিলেন সাব্বির রহমান, তামিম ইকবাল ও লিটন দাস। এবার একই কারণে শাস্তি পেলেন সাকিব আল হাসান। ম্যাচ ফির ৫০ শতাংশ কাটা যাওয়ার পাশাপাশি সাকিবের একাউন্টে যোগ হয়েছে তিন ডিমেরিট পয়েন্ট।
সোমবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে মাত্র ১২৮ রানে গুটিয়ে যায় সাকিবের ঢাকা ডায়নামাইটস। ওই রান ডিপেন্ড করতে দরকার ছিল দ্রুত উইকেট। কুমিল্লাকে চেপে ধরে সাফল্যও পাচ্ছিলেন সাকিবরা। নবম ওভারে ইমরুলের বিরুদ্ধে এলবিডব্লিওর জোরালো আবেদন করেন সাকিব। লঙ্কান আম্পায়ার রানমোর মার্টিনেজ তা নাকচ করে দিলে সাথে সাথেই চেঁচিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখান সাকিব। সাকিবের এমন আচরণ দৃষ্টি এড়ায়নি ম্যাচ রেফারির।
আম্পায়ারদের অভিযোগের পর ম্যাচ রেফারি সামিউর রহমানের কাছে নিজের দোষ স্বীকার করেন নেন ঢাকা অধিনায়ক। ফলে শুনানির দরকার হয়নি। তিন ডিমেরিট পাওয়ায় সাকিব পড়লেন এক ম্যাচ নিষিদ্ধ হওয়ার শঙ্কায়। টুর্নামেন্ট চলাকালীন আরও এক ডিমেরিট পয়েন্ট হলেই এক ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে তাকে।
সাকিবের পাশাপাশি শাস্তি পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পাকিস্তানি পেসার হাসান আলি। মোসাদ্দেক হোসেন সৈকতকে বোল্ড করে ড্রেসিং রুমের পথ দেখানোয় তার ম্যাচ ফির ৩০ শতাংশ কেটে নেওয়া হয়েছে।
Comments