খালেদার গাড়িবহরে হামলা: ‘নেপথ্যের নায়ক নিজাম হাজারী’

গত মাসে ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলায় সরকারদলীয় সংসদ সদস্য নিজামউদ্দিন হাজারীর “হাত রয়েছে” বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের স্থানীয় নেতা আজহারুল হক আরজু।
Azharul Haque Arzu
২১ নভেম্বর ২০১৭, ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন ফেনী জেলা আওয়ামী লীগের সদস্য আজহারুল হক আরজু। ছবি: মাহবুব খান

গত মাসে ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলায় সরকারদলীয় সংসদ সদস্য নিজামউদ্দিন হাজারীর “হাত রয়েছে” বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের স্থানীয় নেতা আজহারুল হক আরজু।

বিএনপি নেত্রীর গাড়ি বহরে হামলাকে “পরিকল্পিত” বলে উল্লেখ করে তিনি অভিযোগ করেন, হামলার পেছনে নিজাম হাজারীর “প্রধান ভূমিকা রয়েছে”।

আজ (২১ নভেম্বর) ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ তুলেন।

এক লিখিত বক্তব্যে আরজু বলেন, নিজাম হাজারীর বিরুদ্ধে রিপোর্ট প্রকাশ করায় তার ক্যাডাররা বিভিন্ন সংবাদমাধ্যমের গাড়িতে হামলা চালায়।

উল্লেখ্য, রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের জন্যে কক্সবাজারে যাওয়ার পথে গত ২৮ অক্টোবর ফেনী শহরের কাছে মোহাম্মদ আলী বাজারে খালেদা জিয়ার গাড়ি বহরে দুষ্কৃতিকারীরা হামলা চালায়। এসময় অন্তত ৪৫ জন আহত হন এবং ৩০ টির মতো গাড়ি ভাংচুর করা হয়।

Comments

The Daily Star  | English

Dhaka stares down the barrel of water

Once widely abundant, the freshwater for Dhaka dwellers continues to deplete at a dramatic rate and may disappear far below the ground.

7h ago