ইউনিসেফ জরিপ

প্রিয় ‘আঙ্কেল’ বিগ বি

শিশুদের কাছে শচীন টেন্ডুলকার কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চেয়ে বেশি জনপ্রিয় বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন বা বিগ বি। এমন কি বিল গেটসও শিশুদের তেমন পছন্দ নয়। শুধু ভারতীয় বাচ্চারাই নয়, বিশ্বের বেশ কিছু দেশের শিশুদের কাছেও জনপ্রিয় তাদের ‘আঙ্কেল’ অমিতাভ বচ্চন।
Amitabh Bachchan popular to children
ভারতের একটি স্কুলের শিশুদের সঙ্গে কথা বলছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। ছবি: হিন্দুস্তান টাইমস ফাইল ফটো

শিশুদের কাছে শচীন টেন্ডুলকার কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চেয়ে বেশি জনপ্রিয় বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন বা বিগ বি। এমন কি বিল গেটসও শিশুদের তেমন পছন্দ নয়। শুধু ভারতীয় বাচ্চারাই নয়, বিশ্বের বেশ কিছু দেশের শিশুদের কাছেও জনপ্রিয় তাদের ‘আঙ্কেল’ অমিতাভ বচ্চন।

সম্প্রতি ভারতসহ ১৪টি দেশের নয় থেকে ১৮ বছর বয়সের ১১ হাজার শিশুর মধ্যে অনলাইন সমীক্ষা পরিচালনা করে বিশ্ব শিশু সংস্থা ইউনিসেফ। ওই সমীক্ষার ফল প্রকাশ করা হয় গত ২০ নভেম্বর। সেখান থেকে এ তথ্য পাওয়া যায়।

ওই সমীক্ষা প্রতিবেদনে বলা হয়, ১১ হাজার শিশুর মধ্যে ১৫ শতাংশ শিশু অমিতাভ বচ্চনকে তাদের ‘প্রিয় আইকন’ হিসেবে মনে করে। তবে এর পরের স্থানে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম। তাঁকে নির্বাচন করেছে ১৪ শতাংশ শিশু। শচীন টেন্ডুলকার এবং বিল গেটস পেয়েছেন যথাক্রমে চার এবং তিন শতাংশ ভোট।

ভারত ছাড়াও এই সমীক্ষায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল, জাপান, অস্ট্রেলিয়াসহ ১৪ টি দেশের শিশুরাও অংশ নিয়েছিল।

অনলাইনে প্রশ্ন ভিত্তিক এই সমীক্ষায় সন্ত্রাসবাদ, টেলিভিশন দেখা, স্মার্টফোন ব্যবহার করার মতোও বেশ কিছু বিষয়েও শিশুদের মতামত জানা হয়েছিল।

প্রশ্ন ছিল যে, তোমার জন্মদিনের পার্টিতে তুমি কাকে আমন্ত্রণ জানাতে চাও? এরই উত্তরে শিশুরা তাদের পছন্দের আইকনের নাম জানিয়েছে।

সন্ত্রাসবাদ নিয়ে করা এক প্রশ্নের উত্তরে ৭২ শতাংশ শিশু ভীত এবং ভীষণ শঙ্কিত থাকে বলে জানিয়েছে।

স্কুল থেকে ফিরে বাসায় পৌঁছে বই নিয়ে বসার চেয়ে ৬৮ শতাংশ শিশুদের কাছে পছন্দ টিভি দেখা। আর স্মার্টফোন নিয়ে বসতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে ৮২ শতাংশ শিশু। তারা মনে করে, বাবা-মা কিংবা পড়ার আন্টি বকাঝকা যতই করুক সপ্তাহে অন্তত একদিন স্মার্টফোন নিয়ে গেম খেলা চাই-ই-চাই।

Comments