এ সপ্তাহে বক্স অফিসে সেরা ‘জাস্টিস লিগ’
চলতি সপ্তাহে উত্তর আমেরিকার বক্স অফিস মাতাচ্ছে অস্কার বিজয়ী বেন অ্যাফলেক এবং ‘ওয়ান্ডার ওমেন’-খ্যাত গ্যাল গ্যাদত অভিনীত সুপারহিরো চলচ্চিত্র ‘জাস্টিস লিগ’। ছবিটি গত ১৭ নভেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়ার পর চলচ্চিত্র সমালোচকদের কাছে পেয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
আইএমডিবি-র জরিপে ‘জাস্টিস লিগ’ ১০ এ ৭.৪ লাভ করলেও রটেন টম্যাটোর জরিপে এটি পেয়েছে ১০ এ ৫.৩।
এ সপ্তাহে বক্স অফিসে দ্বিতীয় অবস্থানে রয়েছে অস্কার জয়ী অভিনেত্রী জুলিয়া রবার্টস অভিনীত সামাজিক ছবি ‘ওয়ান্ডার’। যুক্তরাষ্ট্রে একই দিনে ‘জাস্টিস লিগ’ এবং ‘ওয়ান্ডার’ মুক্তি পেলে রটেন টম্যাটোর দর্শক জরিপে ১০ এ ৭.২ পয়েন্ট পেয়ে এগিয়ে রয়েছে পরিচালক স্টেফেন চবস্কির ‘ওয়ান্ডার’। আইএমডিবি-র জরিপে এ ছবিটি পেয়েছে ১০ এ ৮.১।
তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে মার্ভেলের সুপারহিরো চলচ্চিত্র ‘থর: র্যাগনারোক’। ছবিটি আইএমডিবি জরিপে ১০ এর মধ্যে পেয়েছে ৮.২ এবং রটেন টম্যাটোর জরিপে পেয়েছে ১০ এ ৭.৫।
তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ক্রিসমাস কমেডি ‘ড্যাডি’স হোম’। গত ১০ নভেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া এই ছবিটি রটেন টম্যাটোর জরিপে পেয়েছে ১০ এ ৩.৮ এবং আইএমডিবি জরিপে পেয়েছে ১০ এ ৬.২।
রহস্যকাহিনী ভিত্তিক চলচ্চিত্র ‘মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস’ রয়েছে তালিকায় পঞ্চম অবস্থানে। অস্কার বিজয়ী অভিনেত্রী পেনেলোপ ক্রুজ এবং ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-খ্যাত অভিনেতা জনি ডেপ এর এই ছবিটি আইএমডিবি-র জরিপে পেয়েছে ১০ এ ৬.৮ এবং রটেন টম্যাটোর জরিপে পেয়েছে ১০ এ ৬.১।
বক্স অফিসে সেরা দশের তালিকায় রয়েছে যথাক্রমে অ্যানিমেটেড ক্রিসমাস কমেডি ‘দ্য স্টার’, মিলা কুনিজ অভিনীত অপর ক্রিসমাস কমেডি ‘ব্যাড মমস ক্রিসমাস’, কমেডি ড্রামা ‘লেডি বার্ড’, ব্লাক কমেডি ড্রামা ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড ইবিং, মিশৌরি’ এবং ভৌতিক ছবি ‘জিগসো’।
সূত্র: হলিউড রিপোর্টার
Comments