খিলগাঁওয়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ‘ডাকাত’ নিহত
রাজধানীর খিলগাঁও এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন কথিত ডাকাত আজ (২৪ নভেম্বর) ভোরে নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত বিল্লাল (৪৫) বিভিন্ন থানায় দায়ের করা অন্তত ১০টি মামলার আসামি বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, বিল্লালকে গতকাল সন্ধ্যায় রাজধানীর ডেমরা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
খিলগাঁও থানা পুলিশ বিল্লালের সহযোগীদের ধরার জন্যে তাকে নিয়ে শেখের জায়গা এলাকায় রাত ২টার দিকে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এরপর, দুষ্কৃতিকারীরা পলিয়ে গেলে পুলিশ ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় বিল্লালকে পড়ে থাকতে দেখে।
এরপর, তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা রাত ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় তিনজন পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন বলেও ওসি জানান।
Comments