‘ফোল্ডেবল’ স্মার্টফোন নিয়ে আসছে স্যামসাং

samsung foldable smartphone
স্যামসাং এর ‘ফোল্ডেবল’ স্মার্টফোনের নমুনা। ছবি: এএফপি রিলাক্সনিউজ

মনের মতো করে বাঁকানো বা ভাঁজ করা যায় এমন স্মার্টফোন বাজারে নিয়ে আসতে যাচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্যামসাং। তাদের এমন ‘বাঁকানো’ ফোনকে ‘গ্যালাক্সি ১০’ নাম দেওয়া সম্ভাবনা রয়েছে।

আগামী ৯ জানুয়ারি লাস ভেগাসে অনুষ্ঠিত হতে যাওয়া কনজুমারস ইলেক্ট্রনিকস শো (সিইএস) এ স্যামসাং তাদের নতুন এই পণ্যটি নিয়ে হাজির হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এবার, স্যামসাংয়ের হ্যান্ডসেট সাপোর্ট পেইজে কথিত ‘গ্যালাক্সি ১০’ এর সংক্ষিপ্ত উপস্থিতি বেশ হৈচৈ ফেলে দেয় প্রযুক্তি জগতে।

স্যামসাং মোবাইল কমিউনিকেশনসের প্রেসিডেন্ট ডিজে কোহ নিশ্চিত করে বলেন যে ‘বাঁকানো’ ফোনের একটি প্রকল্প তাদের হাতে রয়েছে। তবে ভালোভাবে পরীক্ষা না করে এমন পণ্য বাজারে আনা হবে না বলেও তিনি উল্লেখ করেন।

কিন্তু, ফোর্বসসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, লাস ভেগাসের প্রযুক্তি প্রদর্শনীতে এমন অভূতপূর্ব পণ্যের দেখা মিলতে পারে। আর ‘গ্যালাক্সি ৯’ এর মোড়ক খোলা হতে পারে আগামী ফেব্রুয়ারিতে বার্সিলোনায় অনুষ্ঠিত হতে যাওয়া ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস’-এ।

আরো গুঞ্জন রয়েছে যে ‘বাঁকানো’ ফোনের উৎপাদন আপাতত সীমিত রাখা হয়েছে। এমনকি, এটি প্রথমে ছাড়া হতে পারে দক্ষিণ কোরিয়ার বাজারে। ফোনটি কেমন সার্ভিস দেয় তা তারা পরখ করে দেখতে চায় নিজেদের দেশের বাজারেই।

বাঁকানো ফোন নিয়ে স্যামসাংয়ের গবেষণা দীর্ঘদিনের। গত ২০১১ সালে তারা লাস ভেগাসে এর একটি নমুনা দেখিয়েছিলো। এরপর, বিভিন্ন সময় প্রতিষ্ঠানটি ওলেড প্রযুক্তির দারুণ ব্যবহার দেখিয়েছে। এখন যেন সেই প্রযুক্তিকে সবার হাতের মুঠোয় আনার প্রস্তুতি নিচ্ছে স্যামসাং।

Comments

The Daily Star  | English

NBR moves to speed up auction of abandoned goods

About 2 lakh tonnes of imported goods left abandoned at Chattogram port alone for years

58m ago