রাজধানীতে যেসব রাস্তা এড়িয়ে চলতে হবে আজ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতির পাওয়ায় আজ ঢাকায় আনন্দ শোভাযাত্রা করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। শোভাযাত্রা শেষে দুপুর ১২টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ অনুষ্ঠিত হবে।
কর্মসূচির কারণে রাজধানীতে বেশ কিছু জায়গায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। যেসব রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে তার একটি ম্যাপ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অনুষ্ঠান চলাকালে রাজধানীবাসীকে এসব রাস্তা এড়িয়ে চলারও পরামর্শ দিয়েছে তারা।
ডিএমপির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আনন্দ শোভাযাত্রাটি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে শুরু হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে শেষ হবে। শোভাযাত্রার রুট হল বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর থেকে শুরু করে মিরপুর রোডের রাসেল স্কয়ার দিয়ে কলাবাগান হয়ে সায়েন্স ল্যাব থেকে বাটা সিগন্যাল-কাঁটাবন ক্রসিং হয়ে শাহবাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বিপরীতে ছবির হাট হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করবে শোভাযাত্রা।
সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের জন্য ছবির হাট গেট, টিএসসি গেট (বাংলা একাডেমির বিপরীতে), কালীমন্দির গেট ও তিন নেতার মাজার গেট ব্যবহার করবেন অংশগ্রহণকারীরা।
শোভাযাত্রার এই রুট ম্যাপ অনুযায়ী চলাচল ও দিনব্যাপী অনুষ্ঠান চলাকালে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের সড়ক এড়িয়ে চলার জন্যও অনুরোধ করা হয়েছে ডিএমপির পক্ষ থেকে।
Click here to read the English version of this news
Comments