টিউলিপ যুক্তরাজ্যের ‘লেবার নিউকামার অব দ্য ইয়ার’
বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিরবুর রহমানের নাতনি ও যুক্তরাজের্য লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক ‘লেবার নিউকামার এমপি অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন। লন্ডনের ওয়েস্টমিনিস্টারে প্যাচওয়ার্ক ফাউন্ডেশনের বার্ষিক পুরস্কার বিতরণিতে টিউলিপকে এই পুরস্কার দেওয়া হয়।
হাউস অব কমন্সের স্পিকার জন বারকাওয়ে টিউলিপের হাতে পুরস্কার তুলে দেন।
পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে শেখ রেহানার কন্যা টিউলিপ ফেসবুকে লিখেন, “লেবার নিউকামার অব দ্য ইয়ার সনদ পেয়ে আমি অত্যন্ত গর্বিত।”
ব্রিটেনের গণতন্ত্র ও সুশীল সমাজে বিভিন্ন সম্প্রদায়কে যুক্ত করতে প্যাচওয়ার্ক ফাউন্ডেশন কাজ করে। যুক্তরাজ্যের তরুণদের নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে ও রাজনীতিতে যুক্ত হওয়ার জন্যও তারা উৎসাহ দেয়। যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী থেরেসা মে ও বিরোধী দলের নেতা জেরেমি করবিন উভয়েই এই সংস্থাটির কর্মকাণ্ডকে সমর্থন করেন।
Comments