সার্ক চলচ্চিত্র উৎসবে ‘শ্রেষ্ঠ চিত্রনাট্য’ পুরস্কার পেল ‘অজ্ঞাতনামা’
শ্রীলংকার রাজধানী কলম্বোয় অনুষ্ঠিত এ বছরের সার্ক চলচ্চিত্র উৎসবে ‘শ্রেষ্ঠ চিত্রনাট্য’ পুরষ্কার পেয়েছে পরিচালক তৌকির আহমেদের ‘অজ্ঞাতনামা’।
সার্কভুক্ত আটটি দেশের ১৬টি চলচ্চিত্র এ বিভাগে প্রতিযোগিতা করেছিলো।
গত ২১ নভেম্বর শুরু হয়ে উৎসবটি শেষ হয় ২৫ নভেম্বর। উৎসবের সমাপনী দিনে এ পুরষ্কার ঘোষণা করা হয়। সমাপনী অনুষ্ঠানের অতিথি, জুরি বোর্ডের সদস্যবৃন্দ, সার্ক সদস্য রাষ্ট্রের কূটনৈতিকবৃন্দ, সার্কের পরিচালকবৃন্দ এবং সদস্য রাষ্ট্রগুলোর চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ‘অজ্ঞাতনামা’-র পরিচালক ও চিত্রনাট্যকার তৌকির আহমেদের হাতে পুরষ্কার তুলে দেন সার্কের মহাসচিব ও উৎসব কর্তৃপক্ষ।
পুরষ্কারের বিষয়ে সার্ক চলচ্চিত্র উৎসব থেকে বাংলাদেশে সার্ক চলচ্চিত্র উৎসব ২০১৭ এর যোগাযোগ সমন্নয়ক (বাংলাদেশ) মনজুরুল ইসলাম মেঘকে নিশ্চিত করেছেন সার্ক চলচ্চিত্র উৎসব ও সার্ক কালচারাল সেন্টার শ্রীলংকার ঊর্ধ্বতন কর্মকর্তা মাহিনদা সুমানাসেকারা।
সার্ক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ থেকে উৎসবের প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হয়েছিলো তৌকির আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’ এবং জাকির হোসেন রাজু পরিচালিত ‘প্রেমী ও প্রেমী’। উৎসবে চলচ্চিত্র দুটির পরিচালকগণ সার্কের আমন্ত্রণে উৎসবে যোগদান করেন।
উল্লেখ্য, প্রতিযোগিতা বিভাগ ছাড়াও বাংলাদেশ থেকে মাস্টার বিভাগে প্রদর্শিত হয় মোরশেদুল ইসলাম পরিচালিত ‘অনিল বাগচীর একদিন’।
Comments