ডিআরইউ পুরস্কার পেলেন দ্য ডেইলি স্টারের ৫ সাংবাদিক
দ্য ডেইলি স্টার-এর পাঁচ জন সাংবাদিক 'ডিআরইউ বেস্ট রিপোর্টিং এওয়ার্ড-২০১৭' পেয়েছেন। প্রিন্ট মিডিয়ার চারটি ক্যাটাগরিতে তারা এই পুরস্কার পান।
কূটনীতি নিয়ে রিপোর্টের জন্য ইনাম আহমেদ ও শাখাওয়াত লিটন যৌথভাবে পুরস্কৃত হয়েছেন। অন্যদিকে পরিমল পালমা স্বাস্থ্যে, হেলেমুল আলম নগর সমস্যায় ও মুক্তিযুদ্ধ নিয়ে রিপোর্টের জন্য মোহাম্মদ-আল মাসুম মোল্লা পুরস্কার পেয়েছেন।
আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তাদের হাতে পদক তুলে দেন।
এ বছর মোট ২৭টি ক্যাটাগরিতে ডিআরইউ বেস্ট রিপোর্টিং এওয়ার্ড দেওয়া হয়েছে।
Comments