মুনীর চৌধুরী সম্মাননা পেলেন ড. ইসরাফিল শাহীন

israfeel shaheen
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভীর কাছ থেকে ‘মুনীর চৌধুরী সম্মাননা’ গ্রহণ করছেন অধ্যাপক ড. ইসরাফিল শাহীন (ডানে)। ছবি: সংগৃহীত

শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে নাট্যদল ‘থিয়েটার’ প্রবর্তিত মুনীর চৌধুরী সম্মাননা এ বছর পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নাট্য নির্দেশক অধ্যাপক ড. ইসরাফিল শাহীন।

ইসরাফিল শাহীন বলেন, “মুনীর চৌধুরী সম্মাননা আমাকে আপ্লুত করছে। আনন্দ ও কৃতজ্ঞতায় স্মরণ করছি তাঁকে। তাঁর আধুনিকতাবোধ ও দেশাত্মবোধক সংস্কৃতির মানসিকতারই অনুপম উত্তরাধিকারী ‘থিয়েটার’ নাট্যদল। আমি অনুভব করছি, যিনি অন্যের চেয়ে বড় তিনিই সম্মান দিতে জানেন। আমি আজীবন নাট্যচর্চায় কাজ করে যেতে চাই।”

গতকাল (২৭ নভেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, বিশেষ অতিথি আইএফআইসি ব্যাংকের প্রধান নির্বাহী শাহ্ আলম সারওয়ার, থিয়েটার সভাপতি ফেরদৌসী মজুমদার ও নাট্যজন রামেন্দু মজুমদার।

Comments

The Daily Star  | English

Iran strikes back at Israel with missiles over Jerusalem, Tel Aviv

Iran's Supreme Leader accuses Israel of initiating war, vows painful revenge

5h ago