আজ ও আগামীকাল রাত ৮টা পর্যন্ত ব্যাংক খোলা

আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত দেশের সকল তফসিলি ব্যাংক খোলা থাকবে। আয়কর পরিশোধের সুবিধার কথা বিবেচনা করে এই দুদিন অতিরিক্ত সময় ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের চিঠি দিয়ে রাত ৮টা পর্যন্ত লেনদেন চালু রাখার নির্দেশনা দেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক বিন্দু ভূষণ বসাক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সম্মানিত করদাতাগণের আয়কর পরিশোধের সুবিধার্থে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণপূর্বক তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখাসমূহ ২৯-৩০ নভেম্বর, ২০১৭ তারিখ রাত ৮.০০টা পর্যন্ত আয়কর চালান জমা/পে-অর্ডার সুবিধা প্রদানের জন্য খোলা থাকবে।
নভেম্বর মাসজুড়ে ব্যক্তি শ্রেণির আয়কর ও আয়কর রিটার্ন জমা দেওয়ার কাজ চলছে। ৩০ নভেম্বর এর শেষ দিন।
Comments