আউট হওয়া ব্যাটসম্যানকে ফিরিয়ে প্রশংসায় তামিম

Comilla Victorians
প্রশংসা পাচ্ছেন কুমিল্লা অধিনায়ক তামিম। ছবি: প্রবীর দাস

তখন ১৮তম ওভারের খেলা চলছিল। মাত্রই আউট হয়ে ফিরে গেছেন কাইরন পোলার্ড। পরের বলটিতে সিঙ্গেল নিতে গিয়ে বোলার ব্রাভোর সঙ্গে ধাক্কা খান কেবন কুপার। রান আউট হয়ে ফিরেও যাচ্ছিলেন তিনি। তবে তামিম তাকে ফের ফিরিয়ে আনেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়কের এই মনোভাব ম্যাচ শেষে পেয়েছে প্রসংশা।

তামিম রাজি না হলে তখনই আউট হয়ে ফিরতে হত কুপারকে। তখন জিততে ঢাকার দরকার ১৬ বলে ৪৪। ব্যাট হাতে ভালোই তালিম আছে কুপারের, কঠিন হলেও ঝড় তুলে ঢাকাকে জেতানো অসম্ভব ছিল না তার। সব জেনেও তার প্রতি উদার হয়েছিলেন তামিম। ভিক্টোরিয়ান্স কোচ মোহাম্মদ সালাউদ্দিন ব্যাখ্যা করলেন, ‘ আসলে  এটা আমরা নাও ফেরাতে পারতাম। কিন্তু তামিম কিন্তু এখানে খেলোয়াড়ি মনোভাব দেখিয়েছে। যেহেতু বাড়ি খেয়ে গেছে। যেহেতু ও আউট হয়ে গেছে, আমরা চাইলে নাও ফেরাতে পারতাম। কিন্তু এটা তামিমের মহানুভবতা,ও আসলে ভালো উদাহরণ দেখিয়েছে। এটা ক্রিকেটের জন্য খুব ভালো দিক। এটা অবশ্যই একটা দৃষ্টান্ত।’

কুপার না হয়ে এই জায়গায় পোলার্ড থাকলে কি করতেন তামিম? ঢাকা ডায়নামাইটস ব্যাটসম্যান জো ডেনলি মনে করেন পোলার্ড থাকলেও একই মনোভাব দেখাতেন তামিম, ‘আমি দেখেছি, আমি তখন ড্রেসিংরুমে।  আমি মনে হয় যা হয়েছে ভালোই হয়েছে। দুর্ভাগ্যজনক  ছিল ব্যাপারটা, খারাপ কিছুও হতে পারত। ভাগ্য ভালো হয়নি। কুমিল্লা ঠিক সিদ্ধান্তটিই নিয়েছে। আমার মনে হয়, পোলার্ড থাকলেও তামিম একই কাজ করত। ’

ম্যাচের পরিস্থিতি আরও খারাপ হলেও নাকি একই কাজ করতেন তামিম। ম্যাচ শেষে জানিয়েছেন, 'আমরা ক্রিকেটকে বলি ভদ্রলোকের খেলা। আমাকে তাই সৎ থাকতেই হবে। সেটিই চেষ্টা করেছি। আমার দল যদি হারার অবস্থানে থাকত, তাহলেও আমি একই কাজ করতাম' 

Comments

The Daily Star  | English

Parts of JP HQ set on fire

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

4h ago