১৬টি ব্যান্ড নিয়ে চতুর্থ ব্যান্ড ফেস্ট
আগামীকাল ১ ডিসেম্বর চ্যানেল আই-এর প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ব্যান্ড ফেস্ট। চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব। বাংলাদেশের ১৬টি ব্যান্ডদল অংশ নেবে এতে।
সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০১৭’।
উৎসবে গান পরিবেশন করবে অবসকিউর, তীরন্দাজ, জলের গান, ডিফরেন্ট টাচ, দূরবীন, মেট্টিক্যাল, স্পন্দন, তরুণ, স্টোন, সেতার, সারগাম, আনাড়ি, রং, সাসটেইন, হৈচৈ এবং এলআরবি।
অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। এবারের ব্যান্ড ফেস্ট উপস্থাপনা করবেন অপু মাহফুজ, সাফি আহমেদ ও দিলরুবা সাথী এবং প্রযোজনা করবেন অনন্যা রুমা।
আজ (৩০ নভেম্বর) চ্যানেল আই কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান উৎসবের আয়োজকরা। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আই-এর পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ এবং এলআরবি ব্যান্ড ব্যক্তিত্ব আইয়ুব বাচ্চু।
Comments