সোহরাওয়ার্দী উদ্যানে পোপ ফ্রান্সিসের ‘হোলি মাস’

Pope Francis at Suhrawardi Udyan
ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে আজ (১ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ধর্মীয় উৎসব ‘হোলি মাস’-এ অংশ নেন। এসময় তিনি ভক্তদের হাত নেড়ে শুভেচ্ছা জানান। ছবি: রয়টার্স

ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে আজ (১ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ধর্মীয় উৎসব ‘হোলি মাস’-এ অংশ নিয়েছেন।

সকাল ১০টার দিকে শুরু হওয়া এই উৎসবে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা ৮০ হাজারেরও বেশি ক্যাথলিক খ্রিষ্টান।

এ সময় দেশ ও বিশ্ব শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। এছাড়াও, এই উৎসবে ১৬ জন ধর্মযাজককে ধর্মীয় দায়িত্ব দেওয়া হয়। অনুষ্ঠানটি চলে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত।

আজ দুপুর সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পোপের দেখা করার কথা রয়েছে। এরপর, রমনা ক্যাথেড্রালে দুটি পৃথক বৈঠকে অংশ নিবেন এই ধর্মগুরু। একটি বৈঠকে দেশের ক্যাথলিক বিশপ ও ধর্মযাজকরা অংশ নিবেন। অপর বৈঠকে বিভিন্ন ধর্মের সাড়ে পাঁচ হাজার মানুষ অংশ নিবেন।

পোপকে এক নজর দেখার জন্যে ১০ হাজারের মতো ক্যাথলিক ধর্মাম্বলী রাজধানীতে জমায়েত হয়েছেন।

উল্লেখ্য, গতকাল (৩০ নভেম্বর) বিকেলে তিনদিনের সফরে বাংলাদেশে আসেন পোপ ফ্রান্সিস। এর আগে তিনদিনের তিনি সফরে মিয়ানমার গিয়েছিলেন।

পোপ তাঁর সফরকালে রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশা দূর করার জন্যে মানবিক সহায়তা নিয়ে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এ সময় তিনি দ্রুত এই সংকট সমাধানের জন্যে কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধও করেন।

আরো পড়ুন:

রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ববাসীকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন পোপ

Comments

The Daily Star  | English

Yunus promises election on time

Chief Adviser Prof Muhammad Yunus yesterday reaffirmed his commitment to holding the 13th national election in the first half of February next year.

8h ago