আনিসুলের মৃত্যুতে কালো ব্যাজ পরে মাঠে নামবে রাজশাহী কিংস
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যুতে বিপিএলে শনিবারের ম্যাচে কালো ব্যাজ পরে খেলতে নামবে রাজশাহী কিংস।
রাজশাহী কিংস জানায়, ঢাকা উত্তর সিটির সদ্য প্রয়াত মেয়রের প্রতি শ্রদ্ধা জানাতে দলের সকল ক্রিকেটার ও সংশ্লিষ্টরা বাহুতে কালো ব্যাজ ধারণ করবেন।
শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় এবারের আসরে নিজেদের এগারোতম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে খেলতে নামবে রাজশাহী। পরের রাউন্ডে যেতে দুদলের জন্যেই ম্যাচটি গুরুত্বপূর্ণ। এদিকে যুক্তরাজ্যে মৃত্যুবরণ করা আনিসুল হকের মরদেহ শনিবারই ঢাকায় পৌঁছার কথা রয়েছে।
নাতির জন্ম উপলক্ষে গত ২৯ জুলাই যুক্তরাজ্যে বেড়াতে গিয়ছিলেন আনিসুল ও তাঁর স্ত্রী রুবানা হক। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। আনিসুল হকের মস্তিস্কে প্রদাহজনিত রোগ ‘সেরিব্রাল ভাস্কুলাইটিস’ শনাক্ত করেন চিকিৎসকেরা। প্রায় চারমাস চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার তার মৃত্যুর খবর জানানো হয়। ২০১৫ সালে আওয়ামীলীগ এর মনোনয়ন নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন আনিসুল। দায়িত্বকালীন সময়ে নানা কাজের জন্য প্রশংসিত হয়েছিলেন তিনি।
Comments