রাশিয়া বিশ্বকাপে কারা কোন গ্রুপে
শুক্রবার রাতে মস্কোয় ২০১৮ বিশ্বকাপের জমকালো ড্র অনুষ্ঠিত হয়েছে। তাতে ঠিক হয়েছে আট গ্রুপে ৩২ দলের ঠিকানা।
বিশ্বকাপের আট গ্রুপ:
গ্রুপ এ: রাশিয়া, উরুগুয়ে, মিশর, সৌদি আরব
গ্রুপ বি: পর্তুগাল, স্পেন, ইরান, মরক্কো
গ্রুপ সি: ফ্রান্স, পেরু, ডেনমার্ক, অস্ট্রেলিয়া
গ্রুপ ডি: আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, আইসল্যান্ড, নাইজেরিয়া
গ্রুপ ই: ব্রাজিল, সুইজারল্যান্ড, কোস্টা রিকা, সার্বিয়া
গ্রুপ এফ: জার্মানি, মেক্সিকো, সুইডেন, দক্ষিণ কোরিয়া
গ্রুপ জি: বেলজিয়াম, ইংল্যান্ড, তিউনিসিয়া, পানামা
গ্রুপ এইচ: পোল্যান্ড, কলম্বিয়া, সেনেগাল, জাপান
সাধারণত স্বাগতিক দলই থাকে ‘এ’ গ্রুপে। এবার স্বাগতিক রাশিয়ার গ্রুপ তা আগেই ঠিক করা ছিল। বাকি সব দলের ঠিকানা ঠিক হয়েছে লটারিতে।
গত অক্টোবর ফিফা র্যা ঙ্কিংয়ের হিসাবে ড্রর জন্য চারটি পটে আট দলকে রাখা হয়। রাশিয়ার সঙ্গে শীর্ষ সাতদল রাখা হয় এক নম্বর পটে। পরের আট দল দুইয়ে, এবাবে সাজানো হয় পটগুলো।
ইউরোপ ছাড়া অন্য কোন মহাদেশের একটি বেশি দল এক গ্রুপে পড়েনি। কাজেই ব্রাজিল-আর্জেন্টিনা বরবরের মতো এবারও আছে আলাদা গ্রুপে। ব্রাজিল আছে গ্রুপ-ই তে। সেখানে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, কোস্টা রিকা ও সার্বিয়া। গ্রুপ ডি তে আর্জেন্টিনার সঙ্গী ক্রোয়েশিয়া, আইসল্যান্ড ও নাইজেরিয়া।
তুলনামূলক কঠিন গ্রুপে পড়েছে ক্রিস্তিয়ানো রোনালদো পর্তুগাল। তাদের গ্রুপে আছে একবারের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির গ্রুপে শক্ত প্রতিপক্ষ সুইডেন।
রাশিয়া বিশ্বকাপে বাছাই পেরিয়ে সবার আগে টিকেট নিশ্চিত করছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্ল অফের ফাঁড়া কাঠিয়ে শেষ দল হিসেবে জায়গা পায় পেরু।
২০১৮ সালের ১৪ জুন স্বাগতিক রাশিয়া ও সৌদি আরবের ম্যাচ দিয়ে শুরু হবে রাশিয়া বিশ্বকাপ।
Comments