কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধে ২ শিশুসহ মা খুন
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি গ্রামে আজ (২ ডিসেম্বর) সকালে জমি নিয়ে বিরোধে দুই শিশুসহ মাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাদের বাবাকে আহত করা হয়েছে।
নিহতরা হলেন মোশাররফ হোসেনের স্ত্রী তসলিমা (২৮), তাদের ছেলে নীলয় (১০) এবং মেয়ে রাইসা (৬)।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন বলেন, মোশাররফ ও তার আত্মীয় মোবিনের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো। আজ সকাল ৬টার দিকে এ নিয়ে মোবিন মোশাররফের সঙ্গে তর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে সে ধারালো অস্ত্র নিয়ে মোশাররফ ও তার পরিবারের সদস্যদের ওপর আক্রমণ করে। এলোপাতাড়ি আঘাতে তসলিমা ও তার দুই সন্তান ঘটনাস্থলে মারা যান এবং তার স্বামী মোশাররফ আহত হন।
পুলিশ ঘটনাস্থল থেকে মোবিনকে আটক করে এবং লাশগুলো কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠিয়ে দেয় বলে ওসি জানান।
Comments