‘এমন জঘন্য উইকেটে যদি ক্রিকেট খেলা হয়…’

ম্যাচ জিতে আসা তামিম ইকবাল বরং আরও হতাশ, আরও ক্ষুব্ধ। ঢাকায় ১০ দিন খেলা না থাকার পরও কেন ‘আদর্শ’ উইকেট তৈরি করা গেল না, প্রশ্ন রেখেছেন তিনি।
Mashrafee & Tamim
উইকেট নিয়ে হতাশ মাশরাফি-তামিম দুজনেই। ছবি: ফিরোজ আহমেদ

খানিক আগেই পরাজিত দলের অধিনায়ক মাশরাফি মর্তুজা উইকেট নিয়ে নিজের হতাশা জানিয়ে গেছেন। ম্যাচ জিতে আসা তামিম ইকবাল বরং আরও হতাশ, আরও ক্ষুব্ধ। ঢাকায় ১০ দিন খেলা না থাকার পরও কেন ‘আদর্শ’ উইকেট তৈরি করা গেল না, প্রশ্ন রেখেছেন তিনি।

টস হেরে আগে ফিল্ডিং নিয়েছিলেন তামিম। ক্রিস গেইল, ব্র্যান্ডন ম্যাককালামদের মতো আগ্রাসী ব্যাটসম্যান নিয়ে রংপুর গুটিয়ে যায় মাত্র ৯৭ রানে। সেই রান তাড়ায় ছন্দে থাকা ব্যাটসম্যানদের নিয়েও ধুঁকে ধুঁকে কোনরকমে শেষ ওভারে গিয়ে ম্যাচ জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুদলের ইনিংসেই অসমান বাউন্সে রীতিমতো আতংক ছিল উইকেট। দ্রুত রান তোলা দূরে থাক, ব্যাটসম্যানরা ব্যস্ত ছিলেন উইকেটে টিকে থাকায়।

এটা কি টি-টোয়েন্টির জন্য আদর্শ উইকেট? এই প্রশ্নের উত্তরে পালটা প্রশ্ন তামিমের, ‘আমার প্রশ্ন আপনাদের কাছে, সব সময় যে (গামিনি সিলভা) একটা অজুহাত দেয়, এখানে প্রচণ্ড পরিমানে খেলা হয়- এখানে ১০ দিন কোনো খেলা হয়নি। ১০ দিন খেলা না হওয়ার পর এই উইকেট, হেহ।’

ছুটির দিন থাকায় খেলা দেখতে মিরপুরের গ্যালারি ছিল ভরপুর। মাঠে আসা দর্শকরা চার-ছয়ের বদলে দেখেছেন ব্যাটসম্যানদের ধুঁকতে থাকা। বিনোদন না পাওয়া দর্শকদের জন্য হতাশা তামিমের কন্ঠে, ‘আমার কাছে যে ব্যাপারটা খারাপ লাগছে, এত দর্শক এসেছে, আর এত দর্শক এসে যদি ৯৭ রান আর ৯৭ রান শেষ ওভারে গিয়ে তাড়া করে জয়- এসে যদি এই ম্যাচ দেখে তাহলে তো খুব হতাশাজনক ব্যাপার।’

সকল মানের দিক দিয়ে আইপিএলের পরই নাকি বিপিএল। আয়োজকদের দাবি এমনটিই। তামিমের মতো বিপিএলকে পরের ধাপে যেতে বাধা এই ধরনের উইকেটই, ‘ক্রিকেট বোর্ড বলেন, আমরা খেলোয়াড়রা বলেন- সবাই চাই বিপিএল পরের ধাপে যাক। পরের ধাপে যাওয়ার জন্য উইকেটটা ঠিক থাকতে হবে। এমন জঘন্য উইকেটে যদি ক্রিকেট খেলা হয়… আজকে আমি হারতে পারতাম হারলেও আমি এই কথাই বলতাম, আজকে জিতছি দেখেও আমি এই কথা বলছি। কী কারণে ওরা এমন উইকেট প্রস্তুত করছে আমার কোনো ধারণা নাই।’

মিরপুরে সবসময়ই কম রান হয়। কিন্তু বিপিএলের সময়েই নাকি উইকেটের চরিত্র আরও বদলে যায়। এই হিসাব মেলাতে পারছেন না কুমিল্লা অধিনায়ক, ‘মিরপুরে সব সময়ের টি-টোয়েন্টি মিলিয়ে গড় মাত্র ১৪৮। টি-টোয়েন্টিতে এখন একটা মাঠের গড় ১৪৮ তো আপনি আশা করতে পারেন না। যদি গড় হয়েই থাকে ১৪৮- এটা তো একটা সমস্যা। এমন না যে এখানে আমরা ভালো উইকেট বানাইনি। এক সময়ে কিন্তু এখানে ভালো উইকেট বানিয়েছি। ভালো উইকেট বানানোর সামর্থ্য আমাদের আছে। যে উইকেট বানায় তার সেই উইকেট বানানোর সামর্থ্য আছে। প্রত্যেকবার যে বিপিএল এলে উইকেটের কি হয়ে যায়, হিসাবটা আমি বুঝলাম না।’

উইকেটের মতো আউটফিল্ড নিয়েও হতাশা তামিমের কন্ঠে,  ‘আউটফিল্ড? আমার মনে হয় একটা সুন্দর আউটফিল্ডকে ইচ্ছা করে খারাপ বানিয়ে দেওয়া হল। আমার তো এই সব ব্যাপারে খুব একটা ধারণা নেই, একবার আমাদের সিইও বলেছিলেন, সময় দিলে হয়তো এটা ভালো হয়ে যাবে। আশা করি, সময়ের সাথে এটা ভালো হয়ে যাবে। আমাদের আগের যে ঘাস ছিল, আমার মনে খুব ভালো ছিল। আউটফিল্ড খুব ফাস্ট ছিল, দেখতেও সুন্দর লাগতো। এখন সত্যি কথা বলতে কী, দেখতে খুব একটা ভালো লাগে না।’

মিরপুরে প্রচুর পরিমাণে খেলা হয় বলে আদর্শ উইকেট করা যায় না বলে জানিয়েছিলেন গামিনি। গেল এক বছরে মিরপুরে খুব একটা খেলা হয়নি। এত সময় পাওয়ার পরও উইকেট কেন এমন গামিনিকেই জিজ্ঞেস করতে বললেন তামিম, ‘আগে অনেক খেলা হতো… এটা একটা অুজহাত পেয়েছিল তারা। আমার মনে হয়, তাকে এখানে ডেকে জিজ্ঞেস করা উচিত।’

ঢাকার উইকেটের সমালোচনার মধ্যে চট্টগ্রামের উইকেট নিয়ে প্রশংসায় পঞ্চমুখ তামিম, ‘আমি আসলে খুবই বিস্মিত চট্টগ্রামের উইকেট দেখে। এত ভালো উইকেট, এত রানের উইকেট চট্টগ্রামে কখনও দেখিনি। চট্টগ্রামে আমি অনেক দিন থেকে খেলি, বাংলাদেশের হয়ে খেলি কিন্তু চট্টগ্রামে এবার যে উইকেট এবার খেলে এলাম সেটাকে অসাধারণ টি-টোয়েন্টি উইকেট আমার মনে হয়েছে।’

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

15m ago