তারেক মাসুদের পরিবারকে ৪ কোটি ৬১ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ
সড়ক দুর্ঘটনায় নিহত বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে চার কোটি ৬১ লাখ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি জিনাত আরা এবং বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ (৩ ডিসেম্বর) এ রায় দেন।
হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, বাসচালক জমির উদ্দিনকে দিতে হবে ৩০ লাখ টাকা, বাসের ইনস্যুরেন্স কোম্পানিকে দিতে হবে ৮০ হাজার টাকা এবং বাকি টাকা দিতে হবে বাসের তিনজন মালিককে। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের তিন মাসের মধ্যে এ টাকা পরিশোধের নির্দেশও দেওয়া হয়েছে।
২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে তারেক মাসুদ এবং এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিশুক মনিরকে বহনকারী মাইক্রোবাসটির সঙ্গে চুয়াডাঙ্গাগামী একটি বাসের সংঘর্ষ হয়। এতে তারেক ও মিশুকসহ মাইক্রোবাসের পাঁচ আরোহী নিহত হন।
এরপর, ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি তারেক মাসুদ ও মিশুক মনিরের পরিবার মানিকগঞ্জে জেলা জজ এবং মোটর অ্যাকসিডেন্ট ক্লেইম ট্রাইব্যুনালে ক্ষতিপূরণ চেয়ে দুটি পৃথক মামলা দায়ের করে।
সেই মামলায় ‘ঘাতক’ বাসের তিন মালিক – কাশেদ মিয়া, খোকন মিয়া এবং জাহাঙ্গীর কবির (তুনিন), বাসটির চালক জমির উদ্দিন এবং ইনস্যুরেন্স কোম্পানিকে অভিযুক্ত করা হয়।
Comments