‘জয় বাংলা’ কেন জাতীয় স্লোগান নয়: হাইকোর্ট

জয় বাংলা
১৯৭১ সালের ১৫ ফেব্রুয়ারি জয় বাংলা বাহিনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গার্ড অব অনার প্রদান করে। ছবি: সংগৃহীত

“জয় বাংলা” স্লোগানকে কেন জাতীয় স্লোগান ঘোষণা করা হবে না সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট।

সুপ্রিম কোর্টের আইনজীবী বশির আহমেদের একটি রিট আবেদনের প্রেক্ষিতে আজ বিচারপতি রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ রুল জারি করে ব্যাখ্যা চান। মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব ও শিক্ষা সচিবের কাছে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিট আবেদনে বলা হয়, মুক্তিযুদ্ধের স্লোগান ছিল “জয় বাংলা”। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সকল মানুষের স্লোগান ছিল এটি। “জয় বাংলা” আমাদের স্বাধীনতা ও জাতীয় ঐক্যের স্লোগান তাই জাতীয় চেতনা ও দেশপ্রেমের প্রতীক হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটাকে জাতীয় স্লোগান করা উচিত।

এই রুলের ওপর শুনানির জন্য আগামী রবিবার পরবর্তী দিন ধার্য করেছেন হাইকোর্ট।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English
remittance earning of Bangladesh

Bangladesh’s forex reserves cross $25b again

However, as per BB’s calculation, the figure stands at $30.07 billion

4h ago