কুমিল্লার সাফল্যের পেছনের কারণ জানালেন ইমরুল
কুমিল্লার এমন দুর্বার গতিতে ছুটে চলার পেছনের কারণ জানিয়েছেন ইমরুল কায়েস।
স্পোর্টস রিপোর্টার
সোমবার ডিসেম্বর ৪, ২০১৭ ০৪:৫২ অপরাহ্ন সর্বশেষ আপডেট: সোমবার ডিসেম্বর ৪, ২০১৭ ০৪:৫৯ অপরাহ্ন
এবার বিপিএলে সবার আগে শেষ চার নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টেবিলে আছে সবার মাথায়। ১০ ম্যাচের আটটাই জিতেছে তারা। বাকি দুই ম্যাচ হারলেও প্লে অফের আগে কুমিল্লার শীর্ষস্থানে কোন নড়চড় হবে না। কুমিল্লার এমন দুর্বার গতিতে ছুটে চলার পেছনের কারণ জানিয়েছেন ইমরুল কায়েস।
বিপিএলে কুমিল্লার দলে আছেন নামিদামি সব বিদেশি। তামিম ইকবালের নেতৃত্বে দলে আছেন ছন্দে থাকা দেশি ক্রিকেটাররা। এদের সবার এক হয়ে মিশে থাকাই নাকি কুমিল্লাকে দিচ্ছে সাফল্যের জোগান, ‘যেকোনো দলেরই আসলে ম্যাচ জিতলে আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়। আমাদের দলের দেশি-বিদেশি যারা আছেন তাদের সবার মধ্যে বোঝাপড়া খুব ভালো। সবাই খুব এনজয় করছে। যার জন্য আত্মবিশ্বাসটা ধরে রাখা যাচ্ছে।’
প্লে অফের নামার আগে এখনো দুই ম্যাচ বাকি কুমিল্লার। ওই দুই ম্যাচ হারলেও ক্ষতি নেই। তবে পরিস্থিতি যাইহোক মোমেন্টাম হারাতে চায় না তৃতীয় আসরের চ্যাম্পিয়নরা, ‘আমার মনে হয় সব ম্যাচই গুরুত্বপূর্ণ। সব ম্যাচেই মাঠে সবাই জেতার জন্যই যায়। একটা ম্যাচ হেরে গেলে আবার মোমেন্টাম ডাউন হয়ে যায়। তাই যে দুইটা ম্যাচ বাকি আছে চাইব জিতেই প্লে অফের খেলায় নামতে।’
দলের দুর্বার ছুটে চলায় অবদান আছে ইমরুলের। রান পাচ্ছেন নিয়মিত। দেশি ব্যাটসম্যানদের মধ্যে মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদের পরেই আছেন তিনি। মন্থর উইকেটের ভাষা মতিগতি বুঝে নিয়েই চালাচ্ছেন ব্যাট, ‘আমি আসলে উইকেটে গিয়ে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রতিটা বলই মারা যায় না। স্ট্রাইকরেটও বল টু বল রাখার চেষ্টা করেছি।’
Comments