দুর্নীতির দুই মামলায় জামিন পেলেন খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতির দুই মামলায় জামিন পেয়েছেন। আজ মঙ্গলবার ঢাকার বকশীবাজারে বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন জানালে তা মঞ্জুর করেন আদালত।
গত ৩০ নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। ওই দিন আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।
এর আগে গত ১৯ অক্টোবর আত্মসমর্পণের পর ওই একই আদালত খালেদা জিয়াকে জামিন দিয়েছিলেন।
২০১১ সালের ৮ আগস্ট দুর্নীতি দমন কমিশন (দুদক) তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা করে। ট্রাস্টের জন্য ক্ষমতা অপব্যবহার করে অজ্ঞাত উপায়ে থেকে তহবিল সংগ্রহের অভিযোগে করা মামলাটিতে খালেদা জিয়াসহ চার জনকে বিবাদী করা হয়।
আর জিয়া অরফানেজ ট্রাস্টের জন্য একটি বিদেশি ব্যাংকের মাধ্যমে আসা দুই কোটি ১০ লাখ টাকা তছরুপের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমানসহ আরও চারজনের বিরুদ্ধে রমনা থানায় মামলা করে দুদক।
Comments