এবার দেশের বাইরে ‘হালদা’

তৌকির আহমেদ পরিচালিত ‘হালদা’ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলস, ডালাস, ফ্লোরিডা ও ভার্জিনিয়ায় ৮ ডিসেম্বর মুক্তি পাচ্ছে |
Halda
‘হালদা’ চলচ্চিত্রের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

তৌকির আহমেদ পরিচালিত ‘হালদা’ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলস, ডালাস, ফ্লোরিডা ও ভার্জিনিয়ায় ৮ ডিসেম্বর মুক্তি পাচ্ছে |

প্রাথমিকভাবে পাঁচটি শহরের ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘হালদা’। পরবর্তীতে, ছবিটি যুক্তরাষ্ট্রের আরো ১১টি সিনেমা হলে মুক্তি দেওয়া হবে।

চলচ্চিত্রটির সঙ্গে সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের রিগ্যাল ও সিনেমার্ক মাল্টিপ্লেক্সে দর্শকরা উপভোগ করতে পারবেন ‘হালদা’। ছবিটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু প্রমুখ।

এছাড়াও, একই দিনে ছবিটি মুক্তি পাচ্ছে কানাডার টরেন্টো আর মিসিসাগা শহরে। আগামী ১৯ জানুয়ারি ছবিটি মুক্তি পাবে দেশটির এডমন্টন (প্রথমবারের মত), ক্যালগেরি এবং উইনিপেগ শহরের তিনটি প্রেক্ষাগৃহে।

আমেরিকা, কানাডা ছাড়াও একইদিনে ‘হালদা’ মুক্তি পাচ্ছে ওমানের চারটি প্রেক্ষাগৃহে।

Comments