এবার নিখোঁজ সাবেক রাষ্ট্রদূত
গত কয়েক মাসে বেশ কয়েকজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, ছাত্রনেতা ও ব্যবসায়ীর পর এবার একজন সাবেক রাষ্ট্রদূত নিখোঁজ হয়েছেন। সোমবার সন্ধ্যায় মেয়েকে আনতে ধানমন্ডির বাসা থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। মারুফ জামান ভিয়েতনামে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।
৬১ বছর বয়সী সাবেক এই রাষ্ট্রদূতের ভাই রিফাত জামান গত রাতে দ্য ডেইলি স্টারকে বলেন, সন্ধ্যা সাড়ে সাতটায় তার ভাইয়ের ছোট মেয়ে সামিহা জামানের বিমানবন্দরে নামার কথা ছিল। সাড়ে সাতটার দিকে তিনি বাসার ল্যান্ড ফোনে কল করে একজন লোককে তার ল্যাপটপ নিয়ে যাওয়ার অনুমতি দিতে বলেন।
ফোন পাওয়ার পর তিনজন সুসজ্জিত লম্বা ব্যক্তি তার বাসায় ঢুকে ল্যাপটপ, ডেস্কটপ ও ক্যামেরা নিয়ে যায়। এসময় তারা বিভিন্ন ড্রয়ারেও তল্লাশি চালায় বলে তিনি যোগ করেন।
বিমানবন্দরে অবতরণের পর সামিহা তার বাবার মোবাইলে ফোন দিয়ে সেটি বন্ধ পান। বাবার সাথে যোগাযোগ না করতে পারার বিষয়টি এর পর তিনি রিফাতকে জানান। ফোন পেয়েই রিফাত বিমানবন্দরে গিয়ে সামিহাকে বাসায় নিয়ে আসেন।
গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত বাবার খোঁজ না পেয়ে ধানমন্ডি থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সামিহা। পরে সন্ধ্যার দিকে বিমানবন্দরের কাছে খিলখেত এলাকায় মারুফের গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পায় পুলিশ।
পুলিশ রিফাতকে জানিয়েছে, রাজধানীর দক্ষিণখান এলাকায় তার ভাইয়ের সর্বশেষ অবস্থান ট্র্যাক করা সম্ভব হয়েছে। গত রাত সাড়ে ৯টার দিকে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ দ্য ডেইলি স্টারকে বলান, “আমরা এখনও তার সন্ধান পাইনি।”
গত কয়েক মাসে অন্তত ১৪ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে এখন পর্যন্ত চার জন বাসায় ফিরেছেন। অন্যদের এখনও কোনো হদিস পাওয়া যায়নি।
Comments