পাইবাসের পরিকল্পনা দীর্ঘমেয়াদী, ৯ তারিখ আসছেন সিমন্স

তার প্রেজেন্টেশনের পর বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন জানিয়েছেন সংক্ষিপ্ত তালিকায় থাকা আরও কয়েকজন শীঘ্রই আসছেন তাদের প্রেজেন্টেশন নিয়ে
পাইবাসের প্রেজেন্টেশন নিয়ে বিসিবি সভাপতি। ছবি: ফিরোজ আহমেদ

বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের কোচ হতে চেয়ে বিসিবির কাছে প্রেজেন্টেশন উপস্থাপন করেছেন রিচার্ড পাইবাস। এর আগে চার মাস বাংলাদেশের কোচ থাকা পাইবাস এবার নিয়ে এসেছেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তার প্রেজেন্টেশনের পর বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন জানিয়েছেন সংক্ষিপ্ত তালিকায় থাকা আরও কয়েকজন শীঘ্রই আসছেন তাদের প্রেজেন্টেশন নিয়ে।

মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশে আসার পর বুধবার বোর্ড পরিচালকদের সামনে প্রেজেন্টশন উপস্থাপন করেন পাইবাস। তিনি নিয়ে এসেছেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। কিন্তু বিসিবি সমাধান খুঁজছে স্বপ্ল ও দীর্ঘ দুই মেয়াদেরই, ‘পাইবাসের প্রেজেন্টেশন নিশ্চতভাবেই ভাল, এটা নিয়ে কোন সন্দেহ নাই। কিন্তু যেটা হয়েছে ও ফিউচার নিয়ে কথা বলে। ১০ বছরের একটা প্লান নিয়ে কাজ করে। সো ওরটা একটু লম্বা সময়ের, দীর্ঘমেয়াদী প্লান নিয়ে এসেছে সে। আমাদের তো এখন দুটোই দেখতে হবে। লং টার্ম ও শর্টটার্ম। সামনে বিশ্বকাপ আছে। সেটাও আমাদের মনে রাখতে হবে। ও যা চায়, যেরকম চায় এক্ষুনি হয়ত সবটা দিতে পারব না। কিন্তু ওর প্লান কাজে লাগাতে পারলে বাংলাদেশের জন্যই ভালই।’

রিচার্ড পাইবাস। ছবি: ফিরোজ আহমেদ
২০১২ সালে চারমাসের দায়িত্ব পালনকালে পাইবাসের সঙ্গে তেতো অভিজ্ঞতা ছিল তখনকার বোর্ডের। বিসিবি বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলে চলে গিয়েছিলেন পাইবাস। প্রশ্ন তুলেছিলেন বোর্ডের পেশাদারিত্ব নিয়ে। সে বিষয় মাথায় রেখেই নাকি এবার পাইবাসকে অনেক প্রশ্ন করা হয়েছে। তবে বিসিবির পেশাদারিত্বের নিয়ে তেতো কথা নাকি আবারও তুলেছেন তিনি, ‘এখনো সে কথাই বলছে সে, কিন্তু সেগুলো আমার বলে লাভ নেই। আমি তাকে ন্যাচারেলি প্রশ্ন করেছিলাম তাহলে তুমি আসতে চাও কেন। সে তারও একটি উত্তর দিয়েছে। আমার মনে হয় না এইগুলা বাইরে বলা উচিত। ’

১০ ডিসেম্বর বোর্ড পরিচালকদের সভা। এরআগেই একটি সিদ্ধান্তে পৌঁছাতে চাইছে বিসিবি। পাইবাসের পর ৯ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্সের আসার তারিখ ঠিক হয়েছে। আরও কয়েকজনও আসতে পারেন, তবে তাদের নাম জানাননি বোর্ড প্রধান, ‘৯ তারিখে আসবে ফিল সিমন্স। তার আগে আরও আসার কথা ওই নাম এখন বলছি না। যেহেতু তারিখ ঠিক হয়নি বা ওই রকম নিশ্চয়তা এখনো মেলেনি। আরও কয়েকজনের সঙ্গে কথা হচ্ছে তাদের এরমাঝেই আসতে হবে। কারণ ১০ তারিখে আমাদের বোর্ড মিটিংটা আছে সেখানে আমরা মোটামুটিভাবে একটা সিদ্ধান্ত নিয়ে নিতে চাইছি।’

জানুয়ারিতে শ্রীলঙ্কা সিরিজের আগে কোচ নিয়োগ হবে কিনা তা নিয়ে অবশ্য এখনো নিশ্চয়তা দিতে পারেননি নাজমুল, ‘কোচ নিয়োগ শ্রীলঙ্কা সিরিজের আগে হবে কিনা এটা এখন বলা মুশকিল। তবে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব একটা কোচ নিয়োগ দেওয়া যায়।

কোচ নিয়োগ নিয়ে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গেও কথা হয়েছে। মাশরাফি, সাকিব, তামিমরা জানিয়েছেন তাদের মত, ‘ক্রিকেটারদের বলতে যা বোঝায় সেভাবে আমি জানিনা। তবে মাশরাফির সঙ্গে কথা হয়েছে, তামিমের সঙ্গে কথা হয়েছে, সাকিবের সঙ্গে কথা হয়েছে। আরও অনেক প্লেয়ারের সাথেই কথা হয়েছে। তাদের চিন্তাধারা সেটা আমরা শুনেছি। অনেকে মনে করে বিদেশি কোন কোচেরই দরকার নেই, অনেকে মনে করে লোকাল কোচ হলে ভাল। অনেকে মনে করে তাদের কোচেরই দরকার নেই। একেকজনের একেক চিন্তা থাকবেই, কিন্তু বোর্ড সিদ্ধান্ত নেবে কোনটা ভাল হয় আমাদের জন্য।’

 

 

 

Comments